কিভাবে এক মেইলে, এক এটাচমেন্ট এ সব ফাইল আপলোড করবেন

নিয়মটা কম্পিউটার ব্যবহারাকারি মাত্রই জানেন। তবুও একেবারেই যারা নতুন, তাদের জন্য আজকের এই মাইক্রো টিউটোরিয়াল,
সাধারণত আগে মেইল কিংবা যেকোন আপলোডের ক্ষেত্রে মাত্র একটি ফাইল সিলেক্ট করা যেত। বর্তমানে অনেক সুবিধা আছে, একাধিক ফাইল শুধু আপলোড ই না, টেনে এনে (ড্রাগ এন্ড ড্রপ) আপলোডে ছেড়ে দিলেই হল। তবে এখনো অনেক সাইট আছে, যেখানে একাধিক ফাইল কিংবা ছবি একসাথে সিলেক্ট করে আপলোড করা যায় না।
তাছাড়া আপনার যদি ভিন্ন ভিন্ন  ফোল্ডারে ২০০/৩০০ ফাইল থাকে, তখন সিলেক্ট করা সম্ভব না।
ক্ষেত্রে আপনি সব ফাইলকে জিপ করে আপলোড করতে পারেন।
উইন্ডোজ এক্সপি কিংবা সেভেন যেকোনটিতেই ডিফল্ট জিপ ফাইল আছে। তবুও এক্সট্রা কিছু ফিচারের জন্য অনেকেই থার্ড পার্টি সফ্টওয়্যার ব্যবহার করেন।  যার মধ্যে জনপ্রিয় হল উইনর‍্যার বা উইনজিপ।
মাত্র 2 এমবির সফ্টওয়ার টি ৩২ বিটের জন্য এখান থেকে ডাউনলোড কর: 
৬৪ বিটের জন্য এখানে থেকে ডাউনলোড কর: 

কিভাবে আপনার কম্পিউ্টার কতবিট তা দেখবেন: শর্টকাট বাটন/কিসহScreenshot_19

আপনার কম্পিউার কতবিটের তা দেখতে কিবোর্ড থেকে Win+Break/Pause বাটন চাপুন। উপরের চিত্র দেখুন। কিংবা আপনার ডেস্কপটে মাই কম্পিউটার/কম্পিউটার আইকনে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ এ যান।
আপনার কম্পিউটার যে বিটের উক্ত সফ্টওয়ার ডাউনলোড করে মাত্র দুই ক্লিকে দুই সেকেন্ড ইন্সটল হয়ে যাবে।
এবারে যে ফোল্ডারটি কিংবা ফাইলগুলো জিপ করবেন, তার উপর রাইট বাটন ক্লিক করে চিত্রের মত “ADD to Archive ” করে দিন। ব্যাস ফাইলটি জিপ হয়ে গেল। এবারে উক্ত ফাইলটি যে আপলোড করে দিন।
Screenshot_20
কোন ফাইল আনজিপ করতে, একই ভাবে উক্ত ফাইলে রাইট বাটন ক্লি করে করে “Extract Here” করে দিন। চিত্রের মত করে।
 
Screenshot_21

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline