
দক্ষ মেকানিক ও গাড়ি চালক তৈরির লক্ষ্যে দেশের ভোকেশনাল শাখার ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ড্রাইভিং ও মটর মেকানিক্স বিষয়ে শর্ট কোর্স চালুর প্রয়োজনীয় উদ্যেগ নেয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৭ই ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠির বরাত দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নির্দেশ দেয়।
কোর্সটির চাহিদার কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ড্রাইভিং কাম অটোমেটিক্স শর্ট কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশে-বিদেশে বিপুল চাহিদা রয়েছে। এ জন্য দক্ষ মেকানিক ও গাড়ি চালক তৈরির লক্ষ্যে ২০১৫ খ্রিস্টাব্দ হতে ড্রাইভিং ও মটর মেকানিক্স বিষয়ে শর্ট কোর্স চালুর অনুমোদন দেয়া হয়। তাছাড়া এসব প্রতিষ্ঠানে যুগোপুযোগী তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য কোন গাড়ি বরাদ্দ না থাকায় ২০১৫ খ্রিস্টাব্দে দুইটি পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন জেলা শিক্ষা অফিসারের ব্যবহৃত পুরাতন গাড়ী অধিকাংশ টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুকূলে বরাদ্দ দেয়া হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বর্ণিত প্রতিষ্ঠানসমূহে ড্রাইভং কাম অটোমেটিক্স শর্ট কোর্স প্রশিক্ষার্থী ভর্তির অনুমোদন প্রদান করলেও অধিকাংশ প্রতিষ্ঠান কোর্সটি চালু করার ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় দেশে-বিদেশে বর্ণিত কোর্স সম্পন্নকারীদের চাহিদা বিবেচনা করে দ্রুত কোর্সটি চালুকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য টেকনিক্যাল ও স্কুল কলেজগুলোকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি কোর্সটি চালু করার ব্যবস্থা সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
আরো পড়ুন: