কাজক্ষমতা-ও-শক্তি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1335
13341. 3 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 60 N বল 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করার পর তুলে নেয়া হলে 12 সেকেন্ড পর বস্তুটি গতিশক্তি কত হবে?
- 172800 J
- 97200 J
- 86400 J
- 48600 J
13342. বস্তুর ভরবেগ 20% হ্রাস পেলে গতিশক্তি হ্রাস পায় –
- 0.36
- 0.12
- 0.24
- 0.64
13343. অভিকর্ষজ কাজের পরিমাণ নির্ভর করে-
- ভরের ওপর
- অভিকর্ষীয় ত্বরণের ওপর
- উচ্চতার ওপর
13344. কখন F বল দ্বারা কৃতকাজ শূন্য হবে? যখন –
- α = 00
- α = 300
- α = 900
- α =1200
13345. একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। ভূমি হতে 10 m উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল?
- 12 m
- 20 m
- 25 m
- 30 m
13346. বস্তু আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে-
- ধনুকে তীর লাগিয়ে টানলে
- ধাতব পাতকে বাঁকালে
- রবারকে প্রসারণ করলে
13347. কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্র প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কী বলে?
- ক্ষমতা
- অশ্বক্ষমতা
- কর্মদক্ষতা
- কার্যকর দক্ষতা
13348. ক্ষমতার ব্যবহারিক একক কোনটি?
- Js-2
- watt
- joule
- eV
13349. কোন বলের মান সরণের উপর নির্ভরশীল?
- স্ট্রিং বল
- ঋণাত্মক কাজ
- ধনাত্মক কাজ
- কোনটিই নয়
13350. অভিকর্ষীয় বিভব শক্তির মান কোনটির উপর নির্ভর করে না?
- অভিকর্ষীয় ত্বরণ
- উচ্চতা
- বস্তুর ভর
- বস্তুর ওজন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কাজক্ষমতা-ও-শক্তি - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1335"