কাজক্ষমতা-ও-শক্তি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1334
13331. প্রযুক্ত বল এবং সরণের দিক পরস্পর বিপরীত হলে কৃত কাজ কেমন হবে?
- ধনাত্মক
- ঋণাত্মক
- শূন্য
- সর্বাধিক
13332. বিভবশক্তি বা স্থিতিশক্তি নির্ভর করে কোনটির উপর?
- আকারের উপর
- তাপমাত্রার উপর
- উচ্চতার উপর
- আয়তনের উপর
13333. স্প্রিং – এর বলকে বলা হয় –
- প্রত্যয়নী বল
- অসংরক্ষণশীল বল
- ধ্রুব বল
- অস্থিতিস্থাপক বল
13334. বল ও সরণের মধ্যবর্তী কোণ 1200 হলে তাহলে কাজ হবে –
- ধনাত্মক
- শূন্য
- ঋণাত্মক
- সর্বোচ্চ
13335. 250 N ওজনের একজন বালক খাড়া মই বেয়ে শীর্ষে উঠতে 2000J কাজ সম্পন্ন করলে মইটির দৈর্ঘ্য কত?
- 6 m
- 7 m
- 8 m
- 9 m
13336. বল ও সরণের মধ্যকার কোণ কত হলে সম্পন্ন কাজের পরিমাণ শূন্য হবে?
- 0
- 900
- 1350
- 1800
13337. MW সমান কত ওয়াট?
- 103W
- 106W
- 109W
- 1015W
13338. একটি স্প্রিং-এর প্রান্তে একটি বস্তুকণা সংযুক্ত থাকলে, স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক কণাটির সরণের কোন দিকে হয়?
- একই দিকে
- বিপরীত দিকে
- লম্ব দিকে
- সমান্তরাল দিকে
13339. মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের –
- বর্গের সমানুপাতিক
- বর্গমূলের সমানুপাতিক
- বর্গমূলের ব্যস্তানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
13340. কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কী বলে?
- স্থিতিশক্তি
- গতিশক্তি
- যান্ত্রিক শক্তি
- রাসায়নিক শক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কাজক্ষমতা-ও-শক্তি - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1334"