কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, কলেজ পছন্দ না হলে করণীয়

একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২০১৭

২০১৭ সালের একাদশ শ্রেণিতে ভর্তি আজ থেকে শুরু হচ্ছে।ইতোমধ্যে ইশিখন.কম এ অনেকেই নানা রকম শত শত প্রশ্ন করছেন। তাদের জন্য এই পোস্টটি করছি আমি ইব্রাহিম আকবর।  ছোট একটি ভুলে মিস করতে পারেন আপনার পছন্দের কলেজে ভর্তি। সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় অনেকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বড় ভুল করেন।

নিচে ইশিখন.কম এর পক্ষ থেকে আপনাদের প্রশ্নগুলো ও তাদের উত্তর তুলে ধরা হল:

আরো দেখ..
কলেজ ভর্তির/রেজিস্ট্রেশনের নিয়ম/ টেলিটক ডিবিডিএল এ টাকা পাঠানোর পদ্ধতি
বাংলাদেশের সকল কলেজের EIIN নাম্বার
কলেজ, ফোন নংসহ অন্যান্য তথ্য হালনাগাদের নিয়ম
নতুনভাবে যেভাবে ভর্তির আবেদন করবে

 

১.  আমাকে যে কলেজ দেওয়া হয়েছে উক্ত কলেজ পছন্দ না এখন কি করবো?

আপনার কলেজ পছন্দ না হলেও প্রথমে উক্ত কলেজেই ভর্তি হতে হবে। এরপর আপনি মাইগ্রেশনের জন্য আবেদন করলে আসন খালি থাকা সাপেক্ষে নতুন পছন্দ করা কলেজে ভর্তি হতে পারবেন।

২. আমাকে যে কলেজে দেওয়া হয়েছে সেটা পছন্দ না, তাই মাইগ্রেশন করতে চাচ্ছি, মাইগ্রেশন করতে হলে কি আমাকে ১৮৫ টাকা পাঠাতে হবে নাকি মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে?

আপনি মাইগ্রেশন করতে চাইলেও প্রথমে আপনাকে শিক্ষাবোর্ড থেকে দেওয়া কলেজে ভর্তি হতে হবে, অর্থাৎ 185 টাকা দিয়ে রেজিস্ট্রেশন সেটা সম্পন্ন করে প্রথমে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি  হতে হবে। এরপর মাইগ্রেশনের আবেদন করতে হবে। মাইগ্রেশনের নিয়ম ইশিখনে শিঘ্রই পোস্ট করা হবে।

৩. মাইগ্রেশন কিভাবে করবো?

মাইগ্রেশন এখন করতে পারবেন না, আগামী ৯ তারিখ থেকে মাইগ্রেশন শুরু হবে, তখন আমরা ইশিখন.কম ওয়েবসাইটে মাইগ্রেশনের নিয়মসহ বিস্তারিত পোস্ট করবো। কিন্তু মাইগ্রেশনেরে আগে সবাইকে অবশ্যই শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে।

৪. মাইগ্রেশন করার পর যদি নতুন কলেজে না আসে, তাহলে কি আগের কলেজে ভর্তি হতে পারবো?

আপনি তো আগের কলেজে অলরেডি ভর্তি থাকবেন। মাইগ্রেশনে আবেদনকৃত কলেজে যদি চান্স না হয়, তাহলে আপনার আগের কলেজ বহাল থাকবে। কিন্তু যদি নতুন কলেজে চান্স হয়, তাহলে আগের কলেজে ভর্তি বাতিল হবে  এবং উক্ত কলেজে পুনরায় আসার সুযোগ থাকবে না।

৫. মাইগ্রেশনের আগে কি আমাকে শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে ভর্তি হতে হবে?

জি, অবশ্যই আপনাকে আগে উক্ত কলেজে ভর্তি হতে হবে। এরপর আগামী ৯ তারিখ থেকে মাইগ্রেশন শুরু হবে তখন মাইগ্রেশন করে পছন্দের কলেজে যেতে পারবেন।

৬. মাইগ্রেশনে আমি কি আগের কলেজগুলো দিতে পারবো নাকি নতুন কলেজ? মাইগ্রেশনে কয়টা কলেজ দেওয়া যাবে।

আগের কলেজগুলোতে যেহেতু আসে নি, তাই মাইগ্রেশনে নতুন কলেজ দেওয়ায় ভাল হবে। তবে ২/১ টা আগের কলেজ দিতে পার, কারণ শিক্ষার্থীরা যারা ঐই কলেজ থেকে মাইগ্রেট করবে, তাদের আসন খালি থাকবে। এখন পর্যন্ত জানা যায় যে মাইগ্রেশনে ১০টি কলেজ সিলেকশন দেওয়া যাবে। তবে যদি কম বেশি হয়, সেটা ৯ তারিখে জানানো হবে।

৭. কলেজে ভর্তি  নিশ্চয় কিভাবে করবো?

শিক্ষাবোর্ডের দেওয়া কলেজে আবেদনের জন্য রেজিস্ট্রেশন ফি দিলেই উক্ত কলেজে এডমিশন নিশ্চিত হবে।

৮. আমাকে কি কলেজে গিয়ে ভর্তি ফরম তুলতে হবে?

জিনা, তবে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কলেজে  নির্ধারিত ভর্তি ফি কলেজে জমা দিয়ে এবং প্রয়োজনীয কাগজপত্র ও সিকুরিটি কোডসহ কলেজে ভর্তি হতে হবে।

৯. আমার তো সিকুরিটি কোড আসে নি কি করবো?

আপনার মোবাইল নং ঠিক থাকলে সিকুরিটি কোড যাওয়ার কথা, চেক করে দেখুন, কেউ ডিলিট করেছে কিনা, অথবা মোবাইলে মেসেজ ফুল দেখাচ্ছে কিনা। সব ঠিক থাকার পরও যদি সিকুরিটি কোড না পান, তবে অনলাইনে চেক কর আপনার মোবাইল নং ঠিক আছে কিনা।মোবাইল নং এর শুরুতে (+, 88, বা -) (যেমন: +8801948858258, 8801948858258, 01948-858258)  এই জাতীয় চিহ্ণ ব্যবহার করবেন না। নরমারি 01948858258 এইভাবে দিবেন। মোবাইল নং অবশ্যই খোলা রাখবেন এবং বাইও মেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন হতে হবে। মোবাইল নং এর জায়গায় টেলিফোন বা অন্য কোন নাম্বার দিবেন না।

সব  ঠিক থাকার পরও যদি সিকুরিটি কোড না পান তবে এখানে দেখে নিন, কিভাবে মোবাইল নং পরিবর্তন করবেন, মোবাইল নং পরিবর্তন করলে নতুন নাম্বারে সিকুরিটি কোড যাবে।

আরেকটি উপায় হল আপনি যদি আগামী ৮ তারিখ পর্যন্ত কলেজে এপ্লাই/রেজিস্ট্রেশন ফি না পাঠান, তবে আপনার ভর্তি বাতিল হবে, আপনি নতুন ভাবে ভর্তির আবেদন করতে পারবেন।

১০. আমার তো প্রথম মেরিট লিস্টে আসে নি, আমি কি দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবো?

জি আপনাকে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে।

১১. আমার প্রথম মেরিট লিস্টে / ১ম পর্যায়ে কলেজ আসে নি আমি কি আবার টাকা দিয়ে ভর্তির আবেদন করতে পারবো?

জিনা, আপনি তো একবার আবেদন করেছেন, তাই নতুনভাবে আবেদন করার সুযোগ নেই, আপনাকে দ্বিতীয় পর্যায়ের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

১১. রেজিস্ট্রেশনে ১৮৫ দেওয়ার পর কি আবার ভর্তির সময় টাকা দিতে হবে?

জি, সরকার প্রতিটি কলেজের জন্য নির্ধারিত ভর্তি ফি কলেজে জমা দিয়ে এবং প্রয়োজনীয কাগজপত্র ও সিকুরিটি কোডসহ কলেজে ভর্তি হতে হবে।

তোমাদের আর কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আমি সময় করে যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।
১২. আচ্ছা ভাইয়া যাদের কোন কলেজ আসেনাই।২য় পর্যায় কি প্রথমবার আবেদন করা কলেজ থেকে আসার সম্ভাবনা আছে?নাকি সব পরিবর্তন করতে হবে।আর প্রথমবার না আসা কলেজগুলোতে দ্বিতীয়বার কিভাবে আসে?ওরা কি দ্বিতীয়বারের জন্য কোন আসন সংখ্যা খালি রাখে?

অনেকেই এখন মাইগ্রেশন করবে, সুতরাং আপনি যে ১০টি কলেজে আবেদন করেছেন সেখানে সিট হতে পারে, তখন যোগ্যতা অনুযায়ী উক্ত কলেজগুলোতে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিতে পারে। তবে এই রিস্কে না থাকা ভাল, আগের সিলেকশনের চেয়ে কিছুটা কম মানের আরো কয়েকটি কলেজ সংযোগ/বিয়োজন কর

১৩. কোনো কলেজে আসেনি। ধরেন ২য় মেরিট লিস্টে ও আসেনি। যদি ওয়েটিং লিস্ট থেকেও না আসে তাহলে কি ১ বছর লস দিতে হবে? নাকি আবার অন্য কলেজে আবেদন করতে পারবে?

তৃতীয় মেরিট লিস্টে সবার আসার কথা, কারণ আপনি পরীক্ষায় পাশ করেছেন, তাই ইন্টারমেডিয়েট এ ভর্তি আপনার অধিকার, সরকার সে ব্যবস্থা করতে বাধ্য.

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Sales support

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Sales support

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Sales support

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Sales support

I am online

I am offline