কর্মমুখী-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 820
8191. আসমসত্ব দুধে কতটি অংশ বিদ্যমান?
- 2
- 3
- 4
- 5
8192. খাদ্যবস্তুর স্বাদ. গন্ধ ইত্যাদি অক্ষুণ্ন রাখতে সাহায্য করে কনোটি?
- পানি
- অ্যামোনিয়া
- জাইমেজ
- কাইটোসান
8193. উদ্ভিজ্জ খাদ্য কোনটি?
- ডিম
- দুধ
- পনির
- চিনি
8194. বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় পিছিয়ে থাকার কারণ-
- দুর্বল যোগাযোগ ব্যবস্থা
- হিমাগারের অভাব
- প্রক্রিয়াজাত খাদ্যের পরিমাণ কম হওয়া
8195. আফটার সেভ লোশনের মূল উপদান কোনটি?
- ইথানল
- সিটাইল অ্যালকোহল
- প্রোপিলিন গ্লাইকল
- মিথানল
8196. গ্লাসে থাকা তেল ও চর্বি পরিস্কার করে কোনটি?
- রাবিং অ্যালকোহল
- পানি
- সাবান
- সোডিয়াম এসিটেট
8197. টুথপেস্টে ফেনা সৃষ্টিকারী উপাদান কোনটি?
- গ্লিসারিন
- চক পাউডার
- পিপারমিন্ট
- সোডিয়াম লরেল সালফেট
8198. কোনটি বেশি তাপসহিষ্ণু ও অনেক ধরনের অণুজীব বহন করতে পারে?
- ফলমূল
- আচার
- সবজি
- বাঁশকোরল
8199. বাড়িতে রাখা বিভিন্ন আচার জাতীয় খাবার-
- বিভিন্ন অণুজীবের আক্রমণে নষ্ট হয়ে যায়
- চিনি ব্যবহার করে সংরক্ষণ করা হয়
- কিছুদিন পর রাসায়নিক বিক্রিয়ার কারণে বিষাক্ত হয়ে উঠে
8200. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: বাজার থেকে দুধ কিনে আশফাক তার সাথে ছানার পানি মিশায়। কিছুদিন রেখে দিলে তা অাপনা আপনি x-যৌগে পরিণত হয়। প্রাপ্ত x-এ কোন এসিড বিদ্যমান?
- অ্যাসকরবিক এসিড
- টারটারিক এসিড
- ল্যাকটিক এসিড
- এসিটিক এসিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কর্মমুখী-রসায়ন - এইচএসসি-রসায়ন ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 820"