কম্পিউটার রিস্টার্ট – খুবই সাধারণ একটি ঘটনা… আর মাঝে মাঝে খুব বিরক্তিকর ও বটে।
কিন্তু আপনি কি জানেন কম্পিউটার রিস্টার্ট হয় কি কি কারনে? নানা করণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। এর মধ্যে যেসব করণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কম্পিউটার রিস্টার্ট হওয়ার কারন ও প্রতিকার 

১।  অপারেটিং সিষ্টেমের জটিলতা 

অনেক সময় অপারেটিং সিষ্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিষ্টেম ক্র্যাশ করলে পিসি রিষ্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিষ্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে properties থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে Ok কর

২। ভাইরাসের আক্রমণ

বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিষ্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার কর নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান কর

৩। হার্ডওয়্যারের সমস্যা

নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ক্রটি দেখা দিলে পিসি অহেতুক রিষ্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কিনা।

৪। নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে

অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ন না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল কর

৫। হার্ডডিস্কের ক্রটি

হার্ডডিস্কে ক্রটিপূর্ন সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ক্রটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ক্রটিপুর্ন স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।

 

আরও পড়ুনঃ

কিভাবে দ্রুত কম সময়ে কম্পিউটার চালু করবেন জেনে নিন

কম্পিউটারের সকল কিবোর্ড শর্টকাট

কম্পিউটার, দাম আড়াই কোটি টাকা

উচ্চ মাধ্যমিক এইচএসসি গণিত বিছিন্নগণিত : কম্পিউটার

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline