কম্পিউটার-নেটওয়ার্ক – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 490
4891. তথ্য কাদের জন্য উন্মুক্ত?
- বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
- সবার জন্য
- নিজেদের জন্য
- সরকারের জন্য
4892. NIC কোনটির সাথে সম্পর্কিত?
- হাবের সাথে
- ইউজারের সাথে
- রিসোর্সের সাথে
- নেটওয়ার্কের সাথে
4893. বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি হলো-
- ট্রি
- মেশ
- এফটিপি
A,B
4894. ক্লাউড কম্পিউটিং-এর ক্ষেত্রে কোনটি সম্ভব?
- ব্যয় বৃদ্ধি
- ব্যয় কমানো
- অধিক ক্ষতি থেকে রক্ষা করা
- দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ
4895. Drop box ব্যবহার করতে নিচের কোনটি প্রয়োজন?
- ই-মেইল
- ইন্টারনেট সংযোগ
- মোবাইল
- টপোলজি
4896. Client কম্পিউটার কোথা থেকে তথ্য নেয়?
- ইউজার থেকে
- ইন্টারনেট থেকে
- এডপ্টার থেকে
- সার্ভার থেকে
4897. কোন টপোলজি গোলাকার বৃত্তের মতো?
- বাস
- স্টার
- রিং
- মেশ
4898. কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয়-
- সুইচ
- রাউটার
- সার্ভার
A,B,C
4899. সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
- রেডিও
- ইন্টারনেট
- কম্পিউটার নেটওয়ার্ক
- অনলাইন
4900. স্টার টপোলজিতে ব্যবহৃত হয়-
- হাব
- সুইচ
- টারমিনেটর
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-নেটওয়ার্ক - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 490"