কম্পিউটার-নেটওয়ার্ক – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 485
4841. ওয়্যারলেস মাধ্যমগুলো হলো-
- মাইক্রোওয়েভ
- ইনফ্রারেড
- ব্লু-টুথ
A,B,C
4842. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
- কম্পিউটার নেটওয়ার্ক
- নেটওয়ার্ক টপোলজি
- ইন্টারনেট
- ই-মেইল
4843. বাস টপোলজির প্রধান তারাটিকে কী বলে?
- তার
- ব্যাকবোন
- হাব
- ওয়অইফাই
4844. নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্তির মানচিত্রকে কী বলা হয়?
- প্রোটোকল
- টপোলজি
- ল্যান
- এফটিপি
4845. Client কম্পিউটার কোথা থেকে তথ্য নেয়?
- ইউজার থেকে
- ইন্টারনেট থেকে
- এডপ্টার থেকে
- সার্ভার থেকে
4846. নেটওয়ার্কের দক্ষতা নির্ভর করে কীসের ওপর?
- Hub
- Switch
- NIC
- Bridge
4847. রুদ্র বাজার থেকে নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি হাব কিনে আনল এবং তার বাসায় সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলল।
- বাস
- স্টার
- মেস
- হাইব্রিড
4848. রুদ্রের নেটওয়ার্কটির বৈশিষ্ট্য হলো-
- কেন্দ্রীয় হাবটি নষ্ট হলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যাবে
- এটা তুলনামূলক সহজ টপোলজি
- একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে।
A,B,C
4849. তুলনামূরক দাম কম কোনটির?
- সুইচ
- রাউটার
- হাব
- ব্রিজ
4850. যে জিনিসটা ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা কী?
- মিডিয়া
- সার্ভার
- ক্লায়েন্ট
- প্রোটোকল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-নেটওয়ার্ক - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 485"