কম্পিউটার-নেটওয়ার্ক – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 491
4901. ডেটাবেশ কোথায় থাকে?
- কম্পিউটারে
- উপাত্তে
- মডেমে
- হাবে
4902. খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় কোন টপোলজিতে?
- রিং
- স্টার
- হাইব্রিড
- মেশ
4903. হাব বা সুইচ ব্যবহৃত হয়-
- বাস টপোলজিতে
- স্টার টপোলজিতে
- ট্রি টপোলজিতে
B,C
4904. একসময় তথ্য ছিল কীসের মতো?
- সম্পদের মতো
- টাকার মতো
- গোলাকার
- উন্মুক্ত
4905. পৃথিবীর তথ্য ভান্ডার কাদের অধিকার রয়েছে?
- সবার
- সাধারণ মানুষের
- ক্ষমতাশীল মানুষের
- বিশেষ পতিষ্ঠানের
4906. একটি সত্যিকার কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত কতটি কম্পিউটার থাকতে পারে?
- ২টি
- ৩টি
- ৪টি
- অনেক
4907. সার্ভারের কাজ কোনটি?
- সেবা প্রদান করা
- সেবা গ্রহণ করা
- সেবা নেওয়া ও সেবা প্রদান করা
- সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
4908. কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে?
- মিডিয়া
- রিসোর্স
- সার্ভার
- এডপ্টার
4909. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়-
- ভিডিও বিনিময় করতে
- ই-মেইল প্রেরণে
- মেসেজ দিতে
A,C
4910. ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতি কোনটি?
- ক্লাউড কম্পিউটিং
- ল্যান
- প্যান
- ম্যান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-নেটওয়ার্ক - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 491"