কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তি – কম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2

অণুজীব

কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তিকম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2

11. মাইক্রোসফট করপোরেশন কত সালে Visul BASIC এর প্রথম সংস্করন বাজারে ছাড়ে?

  1. 1992
  2. 1990
  3. 1991
  4. 1993

12. কম্পিউটারে প্রথম মাইক্রো-প্রসেসর ব্যবহৃত করে কোন কোম্পানি?

  1. ডেল
  2. তোশিবা
  3. ইনটেল
  4. IBM

13. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মুলে রয়েছে _________

  1. RAM
  2. IC
  3. Processor
  4. Hard Disk

14. বাংলাদেশে প্রথম কম্পিউটার বিষয়ক পত্রিকার নাম _______

  1. কম্পিউটার বিচিত্রা
  2. কম্পিউটার সাময়িকী
  3. কম্পিউটার জগৎ
  4. কম্পিউটার সংবাদ

15. আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে কত সালে ?

  1. 1960
  2. 1963
  3. 1964
  4. 1965

16. বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে কয়টি?

  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি

17. কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয় _______

  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. মিনিফ্রেম কম্পিউটার
  3. সুপার কম্পিউটার
  4. পারসোনাল কম্পিউটার

18. রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  1. বঙ্গদর্শন
  2. শিখা
  3. দিক্‌দর্শন
  4. সমাচার দর্পণ

19. বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?

  1. আমার সোনার বাংলা
  2. চল চল চল চল
  3. বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়
  4. খেলাই জিবন,খেলাই প্রান

20. চার্লস ব্যবেজ কোন দেশের নাগরিক ?

  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. কানাডা
  4. ব্রিটেন

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline