কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তি – কম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16

অণুজীব

কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তিকম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16

151. ক্যাপাসিটরের প্রধান কাজ কি?

  1. বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান
  2. বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা
  3. তাপ ক্ষয় করা
  4. শক্তি সংরক্ষণ করা

152. এনালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিট্যাল কমিউনিকেশনের বড় সুবিধা হল–

  1. ডিজিটালে ব্যান্ড উইডথ কম লাগে
  2. ডিজিটালে ব্যান্ড উইডথ বেশি লাগে
  3. ডিজিটালে অতি দ্রুত সিগনাল পৌছে যায
  4. ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়

153. Transistor তৈরি করতে প্রয়োজন হয়-

  1. Conductor
  2. Semiconductor
  3. Insulator
  4. Wood

154. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রেওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে-

  1. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
  2. ভূমিও ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
  3. বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
  4. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়

155. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?

  1. ১৯৭২ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে

156. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়?

  1. ১৯৪৮ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৪ সালে

157. প্রথম SMS (SMS) পাঠানো হয় কবে?

  1. ২ ডিসেম্বর ১৯৯২
  2. ৪ ডিসেম্বর ১৯৯২
  3. ৩ ডিসেম্বর ১৯৯২
  4. ৪ ডিসেম্বর ১৯৯২

158. অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্ট ফোনের নাম কি?

  1. আই ফোন-৫
  2. স্যামসাং এ-৫
  3. এইচটিসি ড্রিম
  4. নোকিয়া লুমিয়া

159. Diode’ দুটি প্রান্ত হলো-

  1. Gate and Drain
  2. Pentrode and Triode
  3. Drain and Source
  4. Anode and Cathode

160. ব্লাক বক্স কি?

  1. যাদুর বাক্স
  2. বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
  3. স্টীলের কালো বাক্স
  4. কাঠের কালো বাক্স

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline