
কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তি – কম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 13
121. কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-
- সত্য
- মিথ্যা
- দুটোই হতে পারে
- কোনটিই সত্য নয়
122. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বরা হয়-
- মাদারবোর্ড
- লজিক ইউনিট
- মনিটর
- কন্ট্রোল ইউনিট
123. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
- ট্রানজিস্টার
- আইসি
- মাইক্রোপ্রসেসর
- বায়ুশূন্য ভাল্ব
124. সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
- এপ্লিকেশন প্রোগ্রাম
- লোটাস
- ফাইল মেকার
- সিস্টেম সফটওয়্যার
125. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
- অবজেক্ট প্রোগ্রাম
- কম্পাইলার
- ডেটাবেস
- এসেম্বলি
126. Y-2K বাগ কি?
- একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
- ২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
- নতুন সহস্রাব্দের কম্পিউটার
- কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
127. Y2K- তে K মানে-
- শত
- হাজার
- দশ হাজার
- লক্ষ
128. কম্পিউটারের ব্রেইন হলো–
- মেমোরি
- হার্ড ডিক্স
- বায়োস
- মাইক্রো প্রসেসর
129. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
- ফ্লপি ডিস্ক
- মেমোরি
- সিপিইউ
- মনিটর
130. URL-হলো-
- Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
- কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
- শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
- একটি Network- এর Domain
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।