
কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তি – কম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11
101. বাংলাদেশে বর্তমানে মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন কোম্পানি কয়টি ?
- ২ টি
- ৪ টি
- ৫ টি
- ৬ টি
102. International Roaming শব্দটি যার সাথে সম্পৃক্ত –
- মোবাইল
- ব্যাংক
- ভ্রমণ
- ব্যবসা
103. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো —
- অর্থ সাশ্রয়
- সময় সাশ্রয়
- স্থানের সাশ্রয়
- উপরের সবকটি
104. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম ?
- IOS
- Windows Phone
- Android
- Symbian
105. নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?
- Task bar
- Menu bar
- Notification area
- web browser
106. MIRC – এর পূর্ণরুপ কি?
- Magnetic Ink Character Reader
- Magnetic Ink Code Reader
- Magnetic Ink cash Reader
- কোনোটিই নয়
107. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
- Read-out
- Read
- Read from
- উপরের সবগুলোই
108. মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বশিষ্ট্য কি?
- ভয়েস টেলিফোনি
- ভিডিও কল
- মোবাইল টিভি
- ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
109. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ?
- Super Computer
- Network
- Server
- Enterprise
110. IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার–
- PDP-1
- Mark-1
- Intel 4004
- IBM system 360
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।