এসএসসি ২০১৬ ফলাফল আগামী ১২ মে তে প্রকাশিত হবে

এই মাসের (মে) ৫ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে ২০১৬ সালের মাধ্যমিক (এস.এসসি), দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে ইশিখনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে জানা গেল।

তবে ১২ তারিখে ফল প্রকাশ হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রুহী রহমান গণমাধ্যমে জানিয়েছেন তিনি বলেন, আগামী ১০ বা ১১ মে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রী সময় দেওয়া সাপেক্ষে ফলাফলের তারিখ চূড়ান্ত হবে।

সাধারণত দুই মাসের মধ্যে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।

 

২০১৬ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষা এর তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ শেষ হয়। আর ১৫-১৯ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর থেকে এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থীর মধ্যে এসএসসি (ssc) বা মাধ্যমিকিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি (ssc) বা মাধ্যমিকি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

প্রচলিত নিয়ম অনুসারে ফলাফল প্রকাশের দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের SMS ও স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

প্রকাশ হওয়ার পর এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরিক্ষার ফলাফল ২০১৬ অনলাইনে ইশিখন.কম থেকে দেখা যাবে। তাই ২০১৬ সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও সমমান পরীক্ষার ফলাফল সংক্রান্ত সর্বশেষ সব তথ্য জানতে নিয়মিত চোখ রাখুন eshikhon.com এ

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline