এসএসসি-রসায়ন-8 – এসএসসি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1550

অণুজীব

এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1550

15491. জারক পদার্থ হলো –

  1. Cl2
  2. O2
  3. Br2

15492. কোন মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়?

  1. 82-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
  2. 83-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
  3. 84-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
  4. 85-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ

15493. কোন প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায়?

  1. সালোকসংশ্লেষণ
  2. গাঁজন
  3. ব্যাপন
  4. অভিস্রবণ

15494. তড়িৎ রাসায়নিক কোষে কয়টি তড়িদদ্বার প্রয়োজন?

  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি

15495. Cl – Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তির প্রয়োজন?

  1. 244
  2. 414
  3. 326
  4. 431

15496. C5H12+O2→5CO2+6H2O; বিক্রিয়াটির জ্বালানি –

  1. পেট্রোলিয়াম হিসেবে মজুদ থাকে
  2. উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর মাটিতে মিশে সৃষ্টি হয়
  3. খনিতে পাওয়া যায়

15497. বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ΔH-এর মান হবে –

  1. ধনাত্মক
  2. ঋণাত্মক
  3. নিরপেক্ষ
  4. চার্জযুক্ত

15498. নিচের কোনটি সত্য?

  1. জারণ-বিজারণ যুগপৎ ঘটে
  2. ক্যাথোডে জারণ ঘটে
  3. অ্যানোডে বিজারণ ঘটে
  4. CuSO4/Cu একটি ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার

15499. পানিতে অম্লীয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

  1. H2SO4
  2. HCl
  3. HNO3
  4. HPO3

15500. নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?

  1. ধাতু
  2. কাঠ
  3. কার্বন
  4. গ্রাফাইট

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline