
এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1450
14491. কখন গ্যাসীয় পদার্থের কণসমূহ তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?
- গলনাঙ্কে পৌঁছালে
- হিমাঙ্কে পৌঁছালে
- স্ফুটনাঙ্কে পৌঁছালে
- শিশিরাঙ্কে পৌঁছালে
14492. গলনাঙ্কের ক্ষেত্রে-
- যে তাপমাত্রায় কঠিন হতে তরলে সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
- বরফের গলনাঙ্ক 00C
- গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম
A,B,C
14493. অক্সিজেনের ব্যাপনের হার কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি, কারণ-
- অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
- অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
- অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি সক্রিয়
A,B
14494. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
- He
- H2
- O2
- CO2
14495. উদ্দীপকের যৌগটির ক্ষেত্রে তাপ প্রদানে বক্ররেখায় কয়টি ধাপ বৃষ্টি হবে?
- 2
- 3
- 4
- 5
14496. কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এর ফলে-
- কণাসমূহের গতি তীব্র হয়
- কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়
- কণাসমূহের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়
- কণাসমূহের আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়
14497. দহন হচ্ছে-
- কোনো কিছুকে আগুনে পোড়ানো
- বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া
- মোমবাতি পোড়ানো
- বাতাস ও অক্সিজেনে বিক্রিয়া
14498. কোনটি উদ্বায়ী পদার্থ?
- মোম
- বালি
- ইথার
- লবণ
14499. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
- চিনি
- পারদ
- পানি
- অক্সিজেন গ্যাস
14500. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-
- গলন
- বাষ্পীভবন
- রাসায়নিক পরিবর্তন
- উর্ধ্বপাতন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।