এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1151
এসএসসি বাংলা | 11501. সদৃশ/সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
- চোরা
- ডিঙা
- বাঘা
- চাকা
11502. সুন্দর + ষ্ণ = সৌন্দর্য কোন অর্থে প্রত্যয়?
- ভাবার্থে
- অপর্ত্য অর্থে
- নিপুণ অর্থে
- রূপকার্থে
11503. মেধাবী – এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- মেধা + বিন্
- মেধা + ইন
- মেধ + বিন
- মেধ + আবী
11504. নিন্দা জ্ঞাপনে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে?
- ছেলেমি
- চোরামি
- ঘরামি
- পাগলামি
11505. বৃহদার্থে আনী প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
- অরণ্যানী
- ইন্দ্রানী
- মাতুলানী
- অচার্যানী
11506. সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- সুভগ + ষ্ণ্য
- সুভগ + ষ্ণ
- সৌভগ + ষ্ণ্য
- সৌভগ + ষ্ণ
11507. নীলিমা শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- নীল + ইমা
- নীল + ইমন
- নীল + ঈশন
- নীল + মা
11508. বৈজ্ঞানিক শব্দটিতে কী অর্থে ষ্ণিক প্রত্যয় যুক্ত হয়েছে?
- দক্ষ বা বেত্তা অর্থে
- বিষয়ক অর্থে
- ভাবার্থে
- বিশেষণ গঠনে
11509. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- শিশু + ষ্ণ
- শিশু + জ্ঞ্য
- শিশু + শয
- শৈ + শয
11510. নিচের কোন তদ্ধিতান্ত পদটি ইমন প্রত্যয় যোগে গঠিত?
- মেঘলা
- গুণিন
- নীলিমা
- কুলীন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - 2 - 3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1151"