এসএসসি বাংলা (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1182
11811. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তার দেখা যায়?
- ৪ প্রকার
- ৩ প্রকার
- ২ প্রকার
- ৫ প্রকার
11812. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে?
- জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ
- এমন চাওয়া চাইতে নেই
- সে আমার দিকে চাইতে থাকে
- তোমার কী চাইতে ইচ্ছে করে
11813. সমাপিকা ক্রিয়া গঠিত হয় –
- ধাতুর সঙ্গে বর্তমান
- অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়েধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
- ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
- ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
11814. কঞ্চিটি বাঁকিয়ে ধর। এটি কোন ক্রিয়ার উদাহরণ?
- প্রযোজক ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
- নামধাতুর ক্রিয়া
- মিশ্র ক্রিয়া
11815. এখন শুয়ে পড়। – এখানে পড়্ ধাতু কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক্রমশ অর্থে
- ব্যাপ্তি অর্থে
- আকস্মিক অর্থে
- সমাপ্তি অর্থে
11816. যৌগিক ক্রিয়ার সম্ভাবনা অর্থে আস ধাতুর ব্যবহার কোনটি?
- আজ বিকেলে বাবা আসতে পারেন
- দীর্ঘদিন একথাই বলে আসছি
- বেলা ফুরিয়ে আসছে
- ভেতরে আসতেপার
11817. ওখানে যাস না – কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- নিষেধ
- উপদেশ
- আশীর্বাদ
- বিধান
11818. অনুজ্ঞায় বাক্য গঠনে – সদা সত্য কথা বলবে কিসের উদাহরণ?
- অনুরোধের
- আদেশের
- বিধানের
- সম্ভাবনার
11819. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়া পদে কোনটি যোগ করার নিয়ম ছিল?
- অ ও
- এ ঐও উ
- ও ঔ
11820. কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় আদেশ বোঝাচ্ছে?
- খোদা আপনার মঙ্গল কর
- তোর সর্বনাশ হোক
- আমাকে সাহায্য কর
- সদা সত্য কথা বলবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1182"