
এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1181
11801. কোন বাক্যে অসমান কর্তা আছে?
- সে যেতে যেতে থেমে গেল
- এমন চাওয়া চাইতে নেই
- বালিকাটি গান করে চলে গেল
- তোমরা বাড়ি এলে আমি রওনা হব
11802. কোন বাক্যটিতে এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে?
- আমি যেতে চাই
- চেঁচিয়ে কথা বলো না
- দেখিতে বাসনা মাগো তোমার চরণ
- বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
11803. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- তিনি হয়ত বসে থাকবেন
- এবার ভাবতে থাকঅনেক কাজ করেছ
- এখন বসে থাকতুমি কি এখন বসে থাকবে?
11804. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল – এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে?
- ক্রিয়াবাচক বিশেষ্যরূপে
- প্রকৃতি ও প্রত্যয়রূপে
- উপসর্গরূপে
- অনুসর্গরূপে
11805. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? এই বাক্যে কোন অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে?
- বিধি নির্দেশে
- সম্ভাব্যতা অর্থে
- পরিণতি বুঝাতে
- দার্শনিক সত্য প্রকাশে
11806. যত্ন করলে রত্ম মিলে – এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ?
- অনুক্ত
- দ্বিকর্মক
- সমাপিকা
- অসমাপিকা
11807. সাইরেন বেজে উঠল – এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?
- আকস্মিকতা
- ব্যাপ্তি
- সমাপ্তি
- ক্রমশ
11808. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?
- এখন আমি যেতে চাই
- এখন ট্রেন ধরতে হবে
- পদ্মফুল দেখতে সুন্দর
- মেলা দেখতে ঢাকা যাব
11809. কষ্টি পাথরে সোনাটা কষে নাও – বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- পূর্ণতা
- সামর্থ্য
- পরীক্ষা
- নির্দেশ
11810. খোকা এখন হাঁটতে পারে – বাক্যে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
- জানা
- সামর্থ্য
- সূচনা
- ইচ্ছা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।