
এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-6-একাত্তরের-দিনগুলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 815
একাত্তরের দিনগুলি :
8141. আজ যদি সারেন্ডার হয়, কাল সকালে এসে —। শূন্যস্থানে কোনটি বসবে?
- মিষ্টি খাওয়াব
- পতাকা উড়াব
- উল্লাস করব
- রাস্তায় বেরুব
8142. জাহানারা ইমামের স্বামী শরীফ মাসখানে আগে পত্রিকায় কার কথা পড়েছিলেন?
- হামিদুর রহমানের কথা
- মতিয়ুর রহমানের কথা
- নূর মোহাম্মদের কথা
- মুন্সী আব্দুর রউফের কথা
8143. একাত্তরের দিনগুলি রচনার সন্ধ্যার পর লেখিকা কোথায় বসেছিলেন?
- টিভির সামনে
- দখিনের বারান্দায়
- বাগানে
- বাড়ির ছাদে
8144. পাষাণভার শব্দটি হলো –
- প্রত্যয় গঠিত
- সমাসবদ্ধ
- সন্ধিজাত
- উপসর্গ গঠিত
8145. মঞ্জুর যাবার সময় জাহানারা ইমামকে কী দিয়ে গেলেন?
- বাংলাদেশের পতাকা
- শহীদের রক্তে ভেজা শার্ট
- রুমীর মৃত্যু সংবাদ
- স্বাধীন বাংলার মানচিত্র
8146. শরীরের সাথে লেখিকার সম্পর্ক কী?
- বন্ধু
- স্বামী-স্ত্রী
- চাচাতো ভাই-বোন
- খালাতো ভাই-বোন
8147. লেখিকার বেডসাইড টেবিরের ফুলদানিতে কোন ফুলের আধ ফোটা কলি ছিল?
- এনা হার্কনেস
- সিমোন
- লেভেন্ডার
- বনি প্রিন্স
8148. সদরঘাট, সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না কেন?
- মানুষের ভিড়ে
- পচা মাছের দুর্গন্ধে
- পচা লাশের দুর্গন্ধে
- অতিরিক্ত যানবাহনের জন্য
8149. মুক্তিফৌজ শব্দটি জাহানারা ইমামের মনে সঞ্চার করে –
- খানিকটা সন্দেহ
- আশা
- অবিশ্বাস
A,B
8150. একাত্তরের দিনগুলি রচনায় জাহানারা ইমামের কী প্রকাশ পেয়েছে?
- পান্ডিত্য
- হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা
- পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি ঘৃণা
- অতীতের স্মৃতিকথা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।