এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 269
2681. মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান-উক্তিটি ইতিহাসের কোন অংশের সাথে সম্পর্কিত?
- ঐতিহ্য অনুসন্ধান করতে সাহয্য করে
- গবেষণা কাজে সাহায্য করে
- পেশাগত উন্নয়নে কাজে লাগে
- সামাজিক অগ্রগতি ঘটায়
2682. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যর্থাথ কারণ কী?
- দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে
- প্রাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে
- সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে
- দর্শনের শিক্ষা দেয় বলে
2683. জনাব আরাফাত একজন ঐতিহাসিক। তিনি নিচের কোনটিকে ইতিহাসের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন?
- প্রাণিজগৎ ও তাদের আচার-আচরণ
- পশু-পাখি ও তাদের ক্রিয়াকলাপ
- মানুষ ও তার পারিপার্শ্বিকতা
- প্রাচীন গল্পকাহিনী ও তার বর্ণনা
2684. প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
- একই
- অভিন্ন
- ভিন্ন ভিন্ন
- অতুলনীয়
2685. ইতিহাসের পরিসর নির্ভর করে মানুষের-
- চিন্তা-ভাবনার বিস্তৃতির ওপরপরিকল্পনা
- কার্যক্রমের ওপরজীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর
A,B
2686. ‘সমাজের জীবনই ইতিহাস।’ -উক্তিটি কার?
- কলহনের
- জনসনের
- টয়েনবির
- হেরোডটাসের
2687. ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য-
B,C
2688. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
- হেরোডটাস
- টয়েনবি
- লিওপোল্ড ফন্ র্যাংকে
- ই এইচ কার
2689. হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?
- খ্রিষ্ট্রপূর্ব পঞ্চম শতাব্দীতে
- খ্রিষ্ট্রপূর্ব ষষ্ঠ শতাব্দীতে
- খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে
2690. সুমনাকে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে ভাগ করতে বলা হলো। সুমনার শ্রেণিবিভাগ সঠিক হলে সেটা নিচের কোনটি?
- স্থানীয় জাতীয় ও আন্তজার্তিক
- স্থানীয আঞ্চলিক ও জাতীয়
- আঞ্চলিক আন্তজার্তিক ও স্থানীয়
- জাতীয় আঞ্চলিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 269"