এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 303
3021. পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে কোন বর্ণে শেখার ষড়যন্ত্র করে?
- উর্দু
- ইংরেজী
- হিন্দি
- আরবি
3022. এন.ডি.ফি-এর উদ্দেশ্য ছিল-
- গণতন্ত্র পুনরুদ্ধার
- মৌলিক গণতন্ত্র চালু
- ১৯৫৬ সালের সংবিধান ফিরে যাওয়া
A,B
3023. আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের ফলে-
- সংবিধান প্রনয়নের ক্ষমতা লাভ করেন
- ১৯৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন
- সেনা শাসনের প্রধান নির্বাচিত হন
A,B
3024. সুনিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্রমণে গিয়ে জানতে পেলেন যে এখানে একজন প্রক্টর ১৯৬৯ সালের সেনাবাহিনীর বেয়োনেট চার্জে মৃত্যু হয়। সুনিল কার নাম জানতে পেলেন?
- সার্জেন্ট জহরুল হক
- আসাদুজ্জামান
- সার্জেন্ট শামসুল হক
- ড. শামসুজ্জোহা
3025. শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তান কাদের উপর নির্ভরশীল ছিল?
- ভারতের
- শ্রীলঙ্কার
- মায়ানমারের
- পশ্চিম পাকিস্তানের
3026. আইয়ুব খানে শাসনামলে মোট বাজেটের কত শতাংশ সামরিক বাজেট ছিল?
- 0.6
- 0.62
- 0.64
- 0.66
3027. ছয়দফা কর্মসূচিতে ৩য় দফার দেশের দু’অংশে বিনিময়ের জন্য কয়টি মুদ্রার কথা বলা হয়েছে?
- এক
- দুই
- তিন
- চার
3028. লাহোরে বিরোধীদলীয় নেতারা কত সালে একটি সম্মেলন আহবান করেন?
- 1966
- 1967
- 1968
- 1969
3029. জমির সাহেব একটি ইংরেজী ছবিতে দেখেন ‘D’ ও ‘B’ নামক দেশের যুদ্ধের অবসান ঘটে ‘ক’ নামক চুক্তির মাধ্যমে। ‘ক’ কোনটিকে নির্দেশ করছে?
- লণ্ডন চুক্তি
- তাসখন্দ চুক্তি
- কাশ্মীর চুক্তি
- প্যারিস চুক্তি
3030. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্ধ করা হয়?
- 111
- 112
- 113
- 114
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 303"