
এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 284
2831. আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?
- ১৯৫৪ সালে
- ১৯৫৫ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৫৭ সালে
2832. সুজন, সেলিম ও রাহাত পল্টন যাচ্ছিল। কারণ, তাদের দেশের নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্রভাষা নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বাক্যটির ক্ষেত্রে নিচের যে তথ্যটি প্রযোজ্য-
- খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী
- দিনটি ২৭ জানুয়ারি
- বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়
A,B
2833. জাতীয় শহিদ নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?
- 1962
- 1963
- 1964
- 1965
2834. মুখ্যমন্ত্রী নূরুল আমিনের ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করার কারণটি বিশ্লেষণ করলে পাওয়া যায়-
- লাহোর প্রস্তাব ধামাচাপা দেওয়ার চেষ্টা
- ভাষা আন্দোলন প্রতিহত করার চেষ্টা
- ৬ দফা দাবি নাকচ করার চেষ্টা
- ১১ দফা দাবি নাকচ করার চেষ্টা
2835. আওয়ামী মুসলিম লীগ দলটি কোন দুটি প্রদেশের বৈষম্য দূরীকরণ এর দাবি করেছিলেন?
- পূর্ব ও দক্ষিণ
- পশ্চিম ও উত্তর
- পূর্ব ও পশ্চিম
- পূর্ব ও উত্তর
2836. ভাষার ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানিদের সাথে আপস করেনি। এর যোক্তিক কারণ হলো-
- পূর্বশত্রুতা
- মাতৃভাষা বলে
- সহজ ভাষা বলে
- উর্দু কঠিন বলে
2837. কিভাবে বাঙালি জাতি স্বাধীনতার দীক্ষা পায়?
- মুক্তিযুদ্ধের মাধ্যমে
- ভাষা আন্দোলনের মাধ্যমে
- তেভাগা আন্দোলনের মাধ্যমে
- ছয় দফা আন্দোলনের মাধ্যমে
2838. কোন রাজনৈতিক দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনীতিতে শূন্যতা পূরণ করেছিল?
- আওয়ামী মুসলিম লীগ
- কমিউনিস্ট
- জাতীয় কংগ্রেস
- নেজামে ইসলামী
2839. পুরো পাকিস্তান মোট জনগোষ্ঠীর কত ভাগ মানুষের ভাষা বাংলা ছিল?
- ৫০ ভাগ
- ৫২.৫০ ভাগ
- ৫৫.৪০ ভাগ
- ৫৬.৪০ ভাগ
2840. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বিষয়ে অমিল ছিল-
- ইতিহাস
- ঐতিহ্য
- ভাষা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।