এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 281
2801. বাঙালি বুদ্ধিজীবীরা ১৯৪৮ সালে প্রবিাদমুখর হয়ে ওঠেন কেন?
- মাতৃভাষা বাংলাকে রক্ষায়
- উর্দূকে রাষ্ট্রভাষা না করায়
- বাংলাকে উপেক্ষিত করায়
A,C
2802. পাকিস্তান মুসলিম লীগ এর পূর্বনাম কি ছিল?
- নিখিল ভারত
- নিখিল পাকিস্তান লীগ
- আওয়ামী লীগ
- কম্যুনিস্ট
2803. কমিটির সুপারিশ অনুযায়ী কোন জায়গার জনগণকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছিল?
- দক্ষিণ বাংলার
- পশ্চিম বাংলার
- পূর্ব বাংলার
- উত্তর বাংলার
2804. মুসলিম লীগ পকেট দলে পরিণত হওয়াতেই এর পতন ত্বরান্বিত হয়। পতন বলতে মুসলিম লীগের কোন অবস্থা প্রকাশ পেয়েছে?
- দুর্নীতি
- জনপ্রিয়তা হ্রাস
- দুঃশাসন
- স্বজনপ্রীতি
2805. নিখিল পাকিস্তান সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব করলে, এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে?
- ড. মুহম্মদ শহিদুল্লাহ
- অধ্যাপক আবুল কাশেম
- ড. কাজী মোতাহার হোসেন
- কবি জসীম উদদীন
2806. উক্ত নির্বাচনের জোটবদ্ধ দলের নাম-
- কংগ্রেস
- কমিউনিস্ট
- যুক্তফ্রন্ট
- মুসলিম লীগ
2807. আলোচ্য ঐতিহাসিক নির্বাচনে ঐক্যবদ্ধ দলের নির্বাচনি ইশতেহার ছিল-
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
- জমিদারি প্রথা বিলুপ্ত করা
- অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
A,B,C
2808. মুসলিম লীগের বিরোধী পক্ষরা কীসে এগিয়ে আসেন?
- শিক্ষা ক্ষেত্রে
- অর্থনৈতিক ক্ষেত্রে
- একতাবদ্ধকরণে
- রাজনৈতিক দল গঠনে
2809. পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পুরো নিয়ন্ত্রন কোন দলের হাতে এসেছিল?
- জাতীয় কংগ্রেস
- নেজামে ইসলাম
- কৃষক প্রজাতন্ত্র
- আওয়ামী লীগ
2810. ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মঘট পালিত হয় কত তারিখে?
- ২৬ ও ২৯ জানুয়ারি
- ২৬ ও ২৯ ফেব্রুয়ারি
- ২৬ ও ২৯ মার্চ
- ২৬ ও ২৯ এপ্রিল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-10 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 281"