বাংলাদেশের ইতিহাস | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 270
2691. ইতিহাস সম্পর্কে রায়হান ভিকোর মতামত সমর্থন করেন। এ ক্ষেত্রে রায়হান যে বিষয়ের সাথে একমত-
A,B,C
2692. ইতিহাসের স্বরূপ সম্পর্কে তুমি যে বিষয়/বক্তব্য সমর্থন কর-
A,C
2693. টয়েনবি বলেছেন সমাজের জীবনই ইতিহাস। এর যৌক্তিকতা হলো-
- ইতিহাস সামাজিক আচরণ অন্তর্ভূক্ত
- সামাজিক প্রতিষ্ঠানের ইতিহাসের বিষয়ভুক্ত
- সমাজের সকল মানুষ ইতিহাসের অংশ
A,B,C
2694. ‘প্রকৃতপক্ষে যেটি ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’-উক্তিটি কার?
- কলহনের
- ই এইচ কারের
- হেরোডটাসের
- লিওপোল্ড ফন্ র্যাংকের
2695. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানে বা ব্যাক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
- লিখিত
- পৌরণিক
- সাহিত্যিক
- প্রত্নতাত্ত্বিক
2696. আমাদের দেশ কত তারিখে স্বাধীন হয়?
- ১৬ অক্টোবর
- ১৬ সেপ্টেম্বব
- ১৬ নভেম্বব
- ১৬ ডিসেম্বর
2697. বাংলাদেশে ১৯৫২ সাল ও ১৯৭১ সালের জাতীয় দৈনিক পত্রিকাগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একটি সংরক্ষিত দলিল। এগুলো পাঠের মাধ্যমে সমৃদ্ধ হয়-
- যুদ্ধভিত্তিক জ্ঞান
- ইতিহাসের জ্ঞান
- অর্থনৈতিক জ্ঞান
- পৌরনীতির জ্ঞান
2698. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি-
- দেশের স্বার্থে
- জাতির স্বার্থে
- ব্যাক্তির স্বার্থে
A,B,C
2699. সুভাষ চন্দ্র স্যার ইতিহাস পাঠকে গুরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করলেন। তাঁর বক্তব্য অনুসারে কোনটির বিকাশ ঘটবে?
- যোগাযোগ ব্যবস্থার
- অর্থনীতির
- জাতীয় চেতনার
- বিচার ব্যবস্থার
2700. বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতিদানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
- উয়ারী-বটেশ্বর
- ময়নামতি
- মহাস্থানগর
- পাহাড়পুর
বাংলাদেশের ইতিহাস | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস"