এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 261
2602. রুপকথা, গল্পকাহিনী, কিংবদন্তি ইতিহাসের বিষয়বস্তু কেন?
- মানুষকে আনন্দ দেয়
- সমাজ গঠনে ভূমিকা রাখে
- মানুষের অতীত জীবনের চিত্র তুলে ধরে
- গ্রন্থাকারে লিপিবদ্ধ থাকে
2603. Hisroria/History শব্দের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে-
- হেরোডটাসের
- আলেকজান্ডারের
- ইবনে খালদুনের
2604. ইতিহাসের উপাদান-
- লিখিত
- মৌখিক
- অলিখিত
A,C
2605. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
- কৌটিল্যর
- কলহনের
- লামা তারনাথের
- মিনহাজ-উস-সিরাজের
2606. রাশেদ তার শ্রেণিশিক্ষকের মাধ্যমে জানতে পারল মানুষ,তার পারিপার্শ্বিকতা এবং সমাজ ও সভ্যতার বিকাশ, পরিবর্তন,পতন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষকের বক্তব্যে রাশেদ কোনটি সম্পর্কে জানতে পেরেছে?
2607. বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন-
- ধর্ম সম্পর্কে
- সমাজ সম্পর্কে
- রাজনীতি সম্পর্কে
A,B,C
2608. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
- ঐতিহ্য
- পুরাতন ঘটনা
- ইতিহাস
- গল্পকাহিনী
2609. ভিকো(Vico)কে ছিলেন?
- দার্শনিক
- অর্থনৈতিবিদ
- রাজনীতিবিদ
- ঐতিহাসিক
2610. বিষয়বস্তুর ইতিহাস কিভাবে রচিত হয়?
- কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে
- কোনো ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে
- কোনো গুরুত্বপূর্ণ কাহিনীর ওপর ভিত্তি করে
- কোনো ঐতিহাসিক স্থানের ওপর ভিত্তি করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 261"