Right form of verb
ইংরেজী ভাষায় একটি Sentence-এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। Verb is the heart of sentence. তাই verb-কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbum থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্যের গঠনশৈলীতে noun-এর পরই verb-এর স্থান। Noun, pronoun ও object-কে বিশেষভাবে গতিশীল করে রাখে এই verb। Verb ছাড়া কোনো sentence তৈরি করা যায় না। Verb-গুলো সাধারণত voice, tense, mood, narration ও Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি sentence-এ দুই ধরনের verb ব্যবহূত হতে পারে। যেমন: Principle verb ও Auxiliary verb.
Principle verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে principle verb বলে।
Auxiliary verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার sentence অথবা tense, voice বা mood-এর রূপ গঠনের জন্য অন্য verb-কে সাহায্য করে থাকে, তাকে Auxiliary verb বলে।
Example : Rana is writing an application.
মনে রাখতে হবে, একই verb, Principle and Auxiliary দুইভাবেই ব্যবহূত হতে পারে। যেমন: I am a student. এখানে ‘am’ Principle verb.
আবার, I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb.
Principle verb ও Auxiliary verb ছাড়াও Finite verb, Non-Finite verb, Transitive verb ও Intransitive verb রয়েছে। এগুলো বাক্য গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
- Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:
She (write) a letter.
Ans.: She writes a letter.
The baby (cry).
Ans.: The baby cries.
- Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে before-এর আগের অংশে Past perfect tense এবং পরের অংশ Past indefinite tense হয়। যেমন:
We (reach) our school before the bell rang.
Ans.: We had reached our school before the bell rang.
The patient had died before the doctor (come).
Ans.: The patient had died before the doctor came.
- After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়। যেমন:
They arrived the station after the train (leave).
Ans.: They arrived the station after the train had left.
The patient (die) after the doctor had come.
Ans.: The patient died after the doctor had come.
- No sooner had.. than,Scarcely had ………. when, Hardly had ………. when—প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে। দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়। যেমন:
No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.
Ans.: No sooner had the bell rung than the teacher entered the classroom.
Scarcely had he (arrive) at the bus stand when the bus (leave).
Ans.: Scarcely had he arrived at the bus stand when the bus left.
Hardly had the snatcher (take) the chain when he (run) away.
Ans.: Hardly had the snatcher taken the chain when he ran away.
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "এমবিএ ভর্তি পরীক্ষা - Language-Communication - [Right form of verb]"