আপেক্ষিক গতি
স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ – স্রোতের বেগ
খুবই সহজ একটি নিয়ম।
স্রোতের প্রতিকূলে কোন ব্যক্তির বেগ ১১ কিমি/ঘন্টা ও স্রোতের অনুকূলে তাঁর বেগ ১৬ কিমি/ঘন্টা, স্থির পানিতে তার বেগ কত?
লোকটির বেগ + স্রোতের বেগ = ১৬কিমি/ঘন্টা
লোকটির বেগ – স্রোতের বেগ = ১১কিমি/ঘন্টা
যোগ কর: ২X লোকটির বেগ = ২৭ কিমি/ঘন্টা
অতএব, লোকটির বেগ = ১৩.৫ কিমি/ঘন্টা
নিচের অংক করে ফেলুন:
স্থির পানিতে নৌকার বেগ ৬ কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
এই অংকটি আপনি পারবেন।
এবার বলুন ত’ ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৪০ কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। পাশে একই দিকে এক ব্যক্তি ১০ কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে। লোকটি কে অতিক্রম করতে ট্রেনটির কতক্ষণ লাগবে।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর
পরের পাতাসমুহ >>
0 responses on "এমবিএ ভর্তি পরীক্ষা - গণিত - Speed and Distance"