এক নজরে বাংলা সাহিত্যের সকল প্রথম:
“১। বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
–
২। বাংলা গদ্যের পথিকৃৎ =উইলিয়াম কেরি।
–
৩। বাংলা গদ্য রীতির প্রবর্তক =প্রমথ চৌধুরী।
–
৪। বাংলা গদ্য ছন্দের প্রবর্তক =রবীন্দ্রনাথ
ঠাকুর।
–
৫। বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক =
রবীন্দ্রনাথ ঠাকুর।
–
৬। বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
–
৭। বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস
উইলকিনস।
–
৮। সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস
উইলকিনস।
–
৯। বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর
খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
–
১০। বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে =
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।
–
১১। সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম =
দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
–
১২। সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার
নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত।
–
১৩। উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে
= পর্তুগিজরা।
–
১৪। উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত
বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।
–
১৫। উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় =
১৪৯৮ সালে।
–
১৬। ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০
সালে।
–
১৭। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ =
নীলদর্পণ (১৮৬০)।
–
১৮। বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম =
রাজা প্রতাপাদিত্য চরিত্র।
–
১৯। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার
সভারাজেন্দ্র।
–
২০। বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক =
লায়লা সামাদ।
–
২১। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য
লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
–
২২। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য
লেখিকা
= বিবি তাহেরন নেছা।
–
২৩। বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি।
–
২৪। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা =
ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।
–
২৫। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম =
ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার
শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪,
প্রকাশকাল – ১৭৪৩)।
–
২৬। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ
রচয়িতা = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
–
২৭। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের
নাম = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A
Grammar Of The Bengali Language” (মুদ্রন ও
প্রকাশকাল – ১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা
অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই।
[মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের
প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা
সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।]
–
২৮। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ
রচয়িতা = রাজা রামমোহন রায়।
–
২৯। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক =
বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”।
–
৩০। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম
নাটক = “একতলা দোতলা”।
0 responses on "এক নজরে বাংলা সাহিত্যের সকল প্রথম-->"