এক নজরে বাংলাদেশ টেলিভিশন
“১। বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ
কেন্দ্র ২ টি। ঢাকা ও চট্টগ্রাম।
উপকেন্দ্র ১৪ টি
২। বাংলাদেশ টেলিভিশনের পূর্ণ-
প্রচার কেন্দ্রঃ ১ টি
(রাঙ্গামাটিতে)
৩। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়
২৫ ডিসেম্বর ১৯৬৪।
৪। বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন
ছিল ঢাকার ডি.আই.টি তে।
৫। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র
স্থাপিত হয় ১৯৭৫ সালে।
৬। বাংলাদেশের প্রথম রঙিন
টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে।
৭। বাংলাদেশের প্রথম স্যাটালাইট
চ্যানেল এটিএন
বাংলা (১৯৯৭)
৮। “বিটিভি ওয়ার্ল্ড” স্যাটালাইট
সম্প্রচার শুরু করে ১১ এপ্রিল, ২০০৪
সালে।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
0 responses on "এক নজরে বাংলাদেশ টেলিভিশন"