আগামীকাল (২৬ মে) শেষ হবে ২০১৭ সালের একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির আবেদন। ইতোমধ্যে প্রায় ৯৮% শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে আবেদন করে ফেলেছেন।
তবে এর মধ্যে অনেকেরই অনেক ভুল ত্রুট ধরা পড়েছে। তার মধ্যে প্রধান হলো মোবাইল নং ভুল।
কারা কারা মোবাইল নং ভুল করেছ, তার তালিকা দেখে নাও এখানে
- কোন শিক্ষার্থীর কোটা (Quota)-এর তথ্য ভুল হলে ভর্তির ওয়েবসাইট থেকে আগামী ১৯/০৫/২০১৭ তারিখ হতে সংশোধন করা যেতে পারে।
- কোন শিক্ষার্থী তার আবেদন হতে কোন কলেজ বাতিল (delete) করতে চাইলে ভর্তির ওয়েবসাইট থেকে আগামী ১৯/০৫/২০১৭ তারিখ হতে delete করতে পারবে।
কিভাবে কোটা (Quota)-এর তথ্য এবং আবেদন হতে কোন কলেজ বাতিল (delete) করবে তা দেখে নাও এই পোস্টে
- একটি টেলিটক মোবাইল নম্বর থেকে একাধিক শিক্ষার্থীর আবেদনের ফি জমা দেয়া যাবে। তবে Contact Number টি অবশ্যই আবেদনকারীর নিজের/অভিভাবকের হতে হবে। এই Contact Number টি যে কোন মোবাইল অপারেটর এর হতে পারবে।
- ভর্তির প্রাথমিক নিশ্চায়নের জন্য শিক্ষার্থী কর্তৃক ১৮৫ টাকা জমা দেয়ার পদ্ধতি পরবর্তিতে ইশিখন.কম এ জানানো হবে।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থীকে তার রোল নম্বর (XX-X-XX-XXX-XXX) আবেদন এর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর হিসেবে ব্যবহার করতে হবে।
- কোন শিক্ষার্থী আবেদন বাতিল করতে চাইলে তাকে মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র সহ স্ব স্ব শিক্ষা বোর্ডের কলেজ শাখায় আগামী ১৬/০৫/২০১৭ তারিখ থেকে ২৬/০৫/২০১৭ তারিখের মধ্যে যোগাযোগ করে বর্তমান আবেদন বাতিলপূর্বক নতুন আবেদন সম্পন্ন করার পরামর্শ দেয়া হল।
- কোন শিক্ষার্থীর Contact Mobile Number ভুল হলে ভর্তির ওয়েবসাইট থেকে আগামী ১৬/০৫/২০১৭ তারিখ হতে সংশোধন করা যেতে পারে।
- কোন শিক্ষার্থী Security Code না পেলে বা ভুলে গেলে ১৬/০৫/২০১৭ তারিখ হতে ভর্তির ওয়েবসাইট থেকে শুধুমাত্র একবারের জন্য Code টি পুনঃরুদ্ধার করতে পারবে।
Notice For Colleges
1 responses on "একাদশ ভর্তি কোটা পরিবর্তন, কলেজ বাতিল, আবেদনের পরবর্তী করণীয় দেখে নিন"