অবশেষে বহুল প্রত্যাশিত এবারের এইচ.এস.সি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচ.এস.সি পরীক্ষা ২০১৫ সালের ফলাফলে বরাবরের মতই সকল শিক্ষার্থীর আশা আকাঙ্খার প্রতিক। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল কারো নাও আসতে পারে, সেক্ষেত্রে ভেঙ্গে পড়ার কারণ নেই। কারণ এই একটি ফলাফল আপনার জীবনে একটা সার্টিফিকেট ছাড়া কিছু বহন করবেনা। বাকিগুলো আপনাকে আসল মেধা আর পরিশ্রম দিয়েই অর্জন করতে হবে।
মুল সাইট থেকে HSC Result 2015 নিতে সমস্যা হয়, তাই আমরা এখানে আপনাদের ফলাফল দেখার ব্যবস্থা করেছি। কেউ যদি এখান থেকে ফলাফল নিতে ব্যর্থ হন, তবে অবশ্যই নিচে ফেসবুক থেকে কমেন্ট করবেন, আমরা জানিয়ে দিবো।
উপরে প্রথমে আপনার Examinatio : HSC/Alim পছন্দ কর
এরপর Year : 2015 সিলেক্ট কর
Board : “Barisal,Chittagong,Comilla,Dhaka,Dinajpur,Jessore,Rajshahi,Sylhet,Madrasah,Technical,DIBS(Dhaka)” থেকে আপনার পছন্দের বোর্ড, ঢাকা, কুমিল্লা, কিংবা রাজশাহী ইত্যাদি বাছাই কর এরপর আপনার রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত রোল নং দিন।
নিচে একটি ছোট অংক থাকবে যেমন: ৫+৮= এর ফলাফল (১৩) দিন।
ইশিখন.কম আপনাদের দ্রুত ফলাফল দেওয়ার চেষ্টা করবে, তাই নিচে ফেসবুক থেকে আপনার বোর্ড এবং রোল লিখে কমেন্ট কর
যে যত আগে কমেন্ট করবেন, তার ফলাফল তত আগে দেওয়া হবে। সবার জন্য শুভ কামনা 🙂
1 responses on "এইচ.এস.সি রেজাল্ট ২০১৫, দ্রুত ফলাফল দেখুন এখানে"