চাষার দুক্ষু

 

লেখক পরিচিতি:

  • নাম:বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০
  • জন্মস্থল : রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে
  • প্রকৃত নাম: রোকেয়া খাতুন
  • পিতা: জহিরউদ্দিন আবু আলী হায়দার সাবের
  • মাতা: রাহাতুন্নেসা
  • পরিচিতি লাভ: নারী জাগরণের অগ্রদূত
  • লেখা প্রকাশিত হতো: মিসেস আর এস. হোসেন নামে
  • প্রথম রচিত গ্রন্থ : মতিচুর
  • উপন্যাস: পদ্মরাগ, সুলতানার স্বপ্ন
  • উল্লেখযোগ্য সাহিত্য কর্ম: অবরোধবাসিনী, ডেলিসিয়া হত্যা
  • মৃত্যু :৯ ডিসেম্বর, ১৯৩২
  • রোকেয়ার সব রচনায় সমাজের বেদনা বোধটি উৎসারিত
  • বিবিসির জরিপকৃত(২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রোকেয়ার স্হান-৬ষ্ঠ
  • ১৬ মার্চ, ১৯১১ সালে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্হাপন করেন।
  • রোকেয়া নারীমুক্তি আন্দোলনের পথিকৃত
  • ১৮৯৮ সালে বিপত্নীক সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয়
  • ১৯১৬ সালে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ প্রতিষ্ঠা করেন।
  • রোকেয়ার শিক্ষা ও সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে লেখালেখি উৎসর্গ করেছেন নারী সমাজের মুক্তি আর সমৃদ্ধিরর জন্য

রচনার উৎস:

  • চাষার দুক্ষু শীর্ষক রচনাটি বাংলা একাডেমী প্রকাশিত ‘রোকেয়া রচনাবলি’ থেকে নেওয়া
  • মূল বিষয়- ভারতবর্ষের কৃষকদের শোচনীয় অবস্হা
  • প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল হয়ে আছে
  • প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়- বঙ্গীয় মুসলমান পত্রিকায়

সংখ্যাবাচক তথ্য:

  • অভ্রভেদী পাকা বাড়ি-৫ তলা
  • ইউরোপের মহাযুদ্ধ-৭ বছরের
  • সামান্য অসুখে নাড়ী টিপে-৮/১০ জন ডাক্তার
  • টাকায় ৮ সের সরিষার তেল, ৪ সের ঘি পাওয়া যেত-৫০ বছর পূর্বে
  • বিহারে কৃষক পত্নী কন্যা বিক্রি করতো-৩০/৩৫ বছর আগে
  • পুরুষেরা বহুকষ্টে স্ত্রীদের জন্য যোগাড় করতো -৮/৯ হাত কাপড়
  • ট্রামের ভাড়া-৫ পয়সা
  • কম্বল প্রয়োজন হয় না-৪/৫ খানি এন্ডি কাপড় থাকলে
  • জমিরনের মাথায় তেল লাগতো -আধপোয়া
  • ভারতবাসী অসভ্য বর্বর ছিল-১৫০ বছর আগে
  • জুট মিলের কর্মচারীর বেতন-(৫০০-৭০০)
  • জমিরনের সময় এক সের তেল ছিল ২ গন্ডা পয়সা
  • এন্ডি কাপড় টিকে-৪০ বছর
  • ঐসময়ে রংপুরে টাকায় চাল পাওয়া যেত-২৫ সের

গুরুত্বপূর্ণ উক্তি:

  • পাছায় জোটে না ত্যানা-কৃষকদের চরম দারিদ্রতা প্রকাশ পেয়েছে
  • আরে এখন আমরা সভ্য হয়েছি- ব্যঙ্গ করা হয়েছে
  • তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে- বিলাসিতা
  • মরাই ভরা ধান ছিল,গোয়াল ভরা গরু ছিল- কৃষকদের সচ্ছল অবস্হা বুঝানো হয়েছে
  • কৃষকদের দুরবস্থার জন্য দায়ী- কৃষক পত্নীর বিলাসিতা
  • ধান্য যার বসুন্ধরা তার উক্তি- রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ্রামের লোকেরা সভ্য হইয়াছে তাই- দেশি শিল্প বিলুপ্ত হইয়াছে।

রচনার বিস্তারিত আলোচনা:

  • প্রবন্ধের মূল আলোচ্য বিষয় চাষার দুক্ষু
  • এন্ডি আসাম শব্দ
  • সমাজের মেরুদণ্ড চাষারা
  • দেড়শ বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল
  • কৃষক কন্যার নাম জমিরন
  • জমিরনের মাথায় তেল দেওয়ার জন্য তার মা তাকে জমিদার বাড়িতে নিয়ে যেত
  • বিহারে খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করতো
  • কণিকা উড়িষ্যার অন্তর্গত একটি রাজ্য
  • কণিকা অঞ্চলের মানুষ ভাতের সাথে লবন ছাড়া অন্য কিছু জোগাড় করতে পারে না।
  • কণিকা অঞ্চলে শুটকি উপাদেয় ব্যঞ্জন পরিগনিত হয়
  • সাত ভায়া গ্রামের মানুষ পখাল ভাতের সহিত লবম জুটাতে পারত না
  • পখাল মানে পান্তা
  • রংপুরে মানুষ দারিদ্রতার জন্য চাউল কিনতে না পেরে লাউ,কুমড়া,শাক সিদ্ধ করে খেত।
  • এন্ডি কাপড় রংপুর ও আসামে উৎপন্ন হয়
  • এন্ডি মানে রেশমী সুতা
  • অতীতে গ্রামের রমনীরা বেড়াতে গেলে তাদের হাতে টেকো থাকতো
  • ভারতে সভ্যতার অগ্রসরে কৃষকদের অবস্হা শোচনীয়
  • কৃষকদের দুর্দশা ও দারিদ্র্যতার জন্য দায়ী বিলাসিতা ও অনুকরনপ্রিয়তা
  • কৃষকদের দারিদ্র্যের অন্যতম কারন গ্রামীণ কুটির শিল্পের বিপর্যয়
  • কৃষকদের মুমূর্ষু অবস্হা থেকে মুক্তির জন্য রোকেয়া গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন
  • সভ্যতার নিদর্শন যে অস্বীকার করেছেন রোকেয়া তাকে নিমকহারাম বলেছেন
  • এন্ডি কাপড় পরবর্তীতে আসাম শিল্প নামে পরিচিতি লাভ করে।
  • বঙ্গের তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল
  • লর্ড কারমাইকেলের পাওয়া দেশি রুমালের উৎপত্তি মুর্শিদাবাদ
  • কৃষকেরা এখন শিরে বাকা তাজ দিয়ে টাক ঢেকে রাখে
  • জুট উৎপাদনকারীদের পাছায় ত্যানা জোটে না
  • শিক্ষা ও সম্পদে আমরা অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ
  • পাঁচতলা পাকা বাড়ি-অভ্রভেদী
  • অট্টালিকার চূড়ায় বড় বড় ঘড়ি
  • জুট ও মিলের কর্মচারীরা নবাবি হালে জীবনযাপন করে থাকেন
  • একটি চাউল পরীক্ষা করলেই হাড়িভরা ভাতের অবস্হা জানা যায়
  • অসহ্য শীতে তারা বিচালি (পোয়াল খড়) শয্যায় শয়ন করতো
  • শতাধিক বছর পূর্বে কৃষক রমনী স্বহস্তে চরকায় সুতা কেটে কাপড় প্রস্তুত করিত,কাপড় কাচার জন্য ক্ষার প্রস্তুত করতো
  • এখন তাদের কাপড় ধোয়ার জন্য সোডা/ধোপার প্রয়োজন
  • কৃষক তাদের সমৃদ্ধি হারিয়েছে বিলাসিতার কারনে
  • বর্নহীন এন্ডি কাপড়ের পরিবর্তে জুট ফানেল ব্যবহৃত হয়
  • রংপুর জেলার কৃষকেরা কৌপিন পরিধান করত
  • এখন আমাদের রাখার জায়গা নেয়-সভ্যতা ও ঐশ্বর্য
  • মুটে মজুর ট্রাম না হলে এক পা ও নড়তে পারে না
  • প্রবন্ধটিতে উল্লেখ আছে-কলকাতা,বিহার,আসাম,উড়িষ্যা প্রদেশ
  • চাষার অন্ন বস্ত্রের অভাব ছিল না যখন সে অসভ্য বর্বর ছিল
  • ঐতিহ্য বাচাতে ঢাকাই মসলিন পুনরুদ্ধার করতে হবে
  • পল্লীগ্রামের দুর্বস্হার প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের নজর পড়েছে

 

পোস্ট টা পড়ার সময় বোর্ড বইটা সাথে পড়ে নিও।।আর শব্দার্থ ও টীকাসমূহ তোমরা সবাই নিজ দায়িত্বে পড়ে নিও।। প্রবন্ধ ও কবিতার সবকিছু আলোচনা করা সম্ভব না তাই আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্ঠা করলাম।

 

 

আরো পড়ুন:

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – অপরিচিতা

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – বিড়াল

এইচএসসিইংরেজী ২য় পত্র – Narration

এইচএসসিইংরেজী ২য় পত্র – Connector/Linking Words

এইচএসসিইংরেজী ২য় পত্র – Words and Phrases

এইচএসসিইংরেজী ২য় পত্র – Preposition

এইচএসসিইংরেজী ২য় পত্র গ্রামার – Tense

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর রসায়ন ২য় পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সাজেশন

এস.এস.সি এবং এইচ.এস.সি সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু কৌশল

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline