এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 17
161. কোনটি একতরফায় সম্ভব নয়?
- লাভ-লোকসান বিবৃতি
- বিষয় বিবৃতি
- রেওয়ামিল
- বৈষয়িক বিবৃতি
162. একতরফা দাখিলা পদ্ধতি অস্বীকৃত পদ্ধতি। কারণ-
- এই পদ্ধতিতে নামিক হিসাব সংরক্ষণ করা হয় না
- সম্পত্তিবাচক হিসাব আংশিকভাবে রাখা হয়
- ব্যক্তিবাচক ও নগদান হিসাব পরিপূর্নভাবে রাখা হয়
A,B
163. আর.এন. কার্টার একতরফা দাখিলা পদ্ধতিকে কী বলেছেন?
- দুই বা ততোধিক পদ্ধতির মিশ্রণ
- এক বা একাধিক পদ্ধতির মিশ্রণ
- সম্পূর্ণ ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি
- অসম্পূর্ণ ও বিশৃঙ্খল রূপ
164. জনাব হাসান প্রত্যেক মাসের প্রথম দিনে মাসিক ১,০০০ টাকা করে তাঁর ব্যবসায়ের থেকে উত্তোলন করেন। বার্ষিক ৫% হারে এক বছরের সুদ কত?
- ৩০০ টাকা
- ৩২৫ টাকা
- ৬০০ টাকা
- ৯৩৫ টাকা
165. একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয় করা হয় কীভাবে?
- আয় থেকে ব্যয় বাদ দিয়ে
- ব্যয় থেকে আর্ন বাদ দিয়ে
- আয়ের সাথে ব্যয় যোগ করে
- সমাপনী মূলধন ও প্র্রারম্ভিক মূলধনের মধ্যে তুলনা করে
166. একতরফা দাখিলা পদ্ধতি অস্বীকৃত পদ্ধতি। কারণ –
- এ পদ্ধতিতে নামিক হিসাব সংরক্ষণ করা হয় না
- সম্পত্তিবাচক হিসাব আংশিকভাবে রাখা হয়
- ব্যক্তিবাচক ও নগদান হিসাব পরিপূর্ণভাবে রাখা হয়
A,B,C
167. একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয় করা হয় –
- সমাপনী মূলধন হতে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে
- সম্পদের যোগফল হতে দায়ের যোগফল বাদ দিয়ে
- প্রারম্ভিক ও সমাপনী দায় যোগ করে
- মোট সম্পদ হতে মোট দায় বাদ দিয়ে
168. প্রারম্ভিক মূলধন ৩০,০০০ টাকা, ১-১০-২০১০ তারিখে মূলধন আনয়ন ২০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৭৫,০০০ টাকা। মূলধনের সুদ ১০% হলে-
- মূলধনের সুদ হবে ৩৫০০ টাকা
- সমাপনী মূলধন বৃদ্ধি পাবে ৩৫০০ টাকা
- নিট লাভ ২১৫০০ টাকা
A,B,C
169. জনাব লতিফের প্রারম্বিক প্রাপ্য বিল ৫,০০০ টাকা, সমাপনী প্রাপ্য বিল ১০,০০০ টাকা, প্রাপ্য বিল আদায় ৮,০০০ টাকা। জানাব লতিফের স্বীকৃতি প্রাপ্ত বিলের পরিমান কত?
- ৬০০০ টাকা
- ১০০০০ টাকা
- ১৩০০০ টাকা
- ১৮০০০ টাকা
170. একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে হিসাব রাখা হয়?
- শুধু ব্যক্তিবাচক লেনদেনের হিসাব রাখা হয়
- শুধু সম্পত্তিবাচক লেনদেনের হিসাব বরাখা হয়
- ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক উভয় শ্রেণির লেনদেনের হিসাব রাখা হয়
- শুধু আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনের হিসাব রাখা হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 17"