এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16
151. সম্পত্তি ও দায়ের প্রকৃত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করে — প্রকাশ করা হয়।
- লাভ-ক্ষতি
- নিট লাভ
- মোট লাভ
- আর্থিক অবস্থার বিবরণী
152. প্রারম্ভিক বিষয় বিবরণী কীভাবে প্রস্তুত করা হয়?
- মোট স্থায়ী সম্পত্তি ও দায় নিয়ে
- মোট সমাপনী সম্পত্তি ও সমাপনী দায় নিয়ে
- মোট দায় ও নীট সম্পত্তি নিয়ে
- মোট প্রারম্ভিক সম্পত্তি ও মোট পারম্ভিক বহিঃদায় নিয়ে
153. ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি একটি জনপ্রিয় হিসাবরক্ষণ পদ্ধতি। কারণ –
- এ পদ্ধতিতে হিসাবরক্ষণ অত্যন্ত সহজ
- এ পদ্ধতিতে হিসাব রাখার ব্যয় অল্প হয়
- এ পদ্ধতিতে অল্প জ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসাব রাখতে পারে
A,B,C
154. কোনটি চলতি সম্পদ?
- আসবাবপত্র
- দালানকোঠা
- যন্ত্রপাতি
- অগ্রিম প্রদত্ত করচ
155. একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে হিসাব রাখা হয় –
- কোম্পানির ক্ষেত্রে
- ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে
- অংশীদারি প্রতিষ্ঠানে
- সমবায় সমিতি
156. নিচের কোনটি সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র?
- সমাপনী সম্পদ – সমাপনী দায়
- সমাপনী সম্পদ – প্রারম্ভিক সম্পদ
- সমাপনী সম্পদ – প্রারম্ভিক দায়
- প্রারম্ভিক সম্পদ – প্রারম্ভিক দায়
157. একতরফা দাখিলা পদ্ধতির বিকল্প নাম কোনটি?
- পরিপূর্ণ হিসাবরক্ষণ
- অসম্পূর্ণ হিসাবরক্ষণ
- বিজ্ঞানসম্মত হিসাবরক্ষণ
- গ্রহণযোগ্য হিসাবরক্ষণ
158. মালিক প্রত্যেক মাসের শেষে ১,০০০ টাকা করে উত্তোলন করেন এবং উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদ কত হবে?
- ৫৫০ টাকা
- ৬০০ টাকা
- ৬৫০ টাকা
- ৭০০ টাকা
159. কোন প্রতিষ্ঠানটি দুটি হিসাব বছরের মধ্যে তুলনা করতে ব্যর্থ হবে?
- স্কয়ার ফার্মা
- বাটা সু কোং
- মোতালিব এন্ড সন্স
- গ্রামীণ ব্যাংক
160. একতরফা দাখিলা পদ্ধতি হতে দু’তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় ধারে বিক্রয় বের করার জন্য কোন হিসাব প্রস্তুত করতে হয়?
- দেনাদার হিসাব
- পাওনাদার হিসাব
- প্রাপ্য বিল
- প্রদেয় বিল হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।