এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 15

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 15

141. প্রারম্ভিক মূলধন ৩,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ৪০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৩০,০০০ টাকা হলে, নিট লাভ কত?

  1. ৫০০০০ টাকা
  2. ৮০০০০ টাকা
  3. ১৩০০০০ টাকা
  4. ২৫০০০০ টাকা

142. একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন কোথায় হিসাবভুক্ত করা হয়?

  1. লাভ-লোকসান বিবরণীতে
  2. বৈষয়িক বিবৃতিতে
  3. উভয়ই
  4. কোনোটিই নয়

143. আলম কর্তৃক একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাবের উদ্বৃত্তগুলো হলো নগদ ক্রয় ১০,০০০ টাকা, বাকিতে বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা এবং সমাপনী প্রদেয় হিসাব ২৫,০০০ টাকা। আলমের মোট ক্রয়ের পরিমাণ কত?

  1. ১০০০০ টাকা
  2. ১৫০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২৫০০০ টাকা

144. প্রদেয় হিসাবের মাধ্যমে সাধারণত কোনটি নির্ণয় করা হয়?

  1. ধারে বিক্রয়
  2. ধারে ক্রয়
  3. প্রাপ্য বিল
  4. নগদ আদায়

145. প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে?

  1. ২.৫ মাসের
  2. ৫.৫ মাসের
  3. ৬ মাসের
  4. ৬.৫ মাসের

146. একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের জন্য প্রস্তুত করতে হয়-

  1. নগদান বই ও প্রারম্ভিক বিষয় বিবরণী
  2. মোট প্রাপ্য হিসাব ও মোট প্রদেয় হিসাব
  3. প্রাপ্য বিল হিসাব ও প্রদেয় বিল হিসাব

147. একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন বসে –

  1. লাভ-লোকসান বিবরণীর ডেবিট পাশে
  2. লাভ-লোকসান বিবরণীর ক্রেডিট পাশে
  3. বৈষয়িক বিবৃতির দায়ের পাশে
  4. ক ও গ

148. একতরফা দাখিলা পদ্ধতিতে –

  1. কোনো লেনদেনের একটি পক্ষ লেখা হয়
  2. কোনো লেনদেনের কোনো পক্ষই লেখা হয় না
  3. কোনো লেনদেনের দুটি পক্ষ লেখা হয়

149. প্রতিমাসের মাঝামাঝি ১,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করা হল এবং উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদের পরিমাণ কত?

  1. ৬৫০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৫০০ টাকা

150. রিপনের ব্যবসায় প্রতিষ্ঠানে বছরের শুরুতে মূলধন ছিল ৩,৫০,০০০ টাকা এবং হিসাবকাল শেষে মূলধন ছিল ৪,৭০,০০০ টাকা। উক্ত বছরে মোট আর্ন ছিল ৯৫,০০০ টাকা ও মোট খরচ ছিল ৬০,০০০ টাকা। উক্ত হিসাবকালে ব্যবসায়ের মালিক মোট ১,০৫,০০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। উক্ত বছরের মালিকের উত্তোলনের পরিমাণ কত টাকা?

  1. ২০০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৩৫০০০ টাকা
  4. ৫০০০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline