এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14

131. অগ্রিম বিমা প্রিমিয়াম ব্যবসায়ের কী হিসেবে বিবেচিত হয়?

  1. লাভ
  2. দায়
  3. আয়
  4. সম্পদ

132. আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপিত তিন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাবলি হচ্ছে –

  1. আয় দায় ও সম্পত্তি
  2. সম্পত্তি দায় ও মালিকানাস্বত্ব
  3. আয় ব্যয় ও মূলধন
  4. আয় ব্যয় ও দায়

133. পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানে মূল পরিচালন আর্ন কোনটি?

  1. প্রাপ্ত কমিশন
  2. বাড়ি ভাড়া আয়
  3. পণ্য বিক্রয়
  4. প্রাপ্ত বাট্টা

134. আর্থিক বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী?

  1. আন্তর্জাতিক হিসাব মান – ০১ (1AS-01)
  2. আন্তর্জাতিক হিসাব মান – ০২ (1AS-02)
  3. আন্তর্জাতিক হিসাব মান – ০৩ (1AS-03)
  4. আন্তর্জাতিক হিসাব মান – ০৪ (1AS-04)

135. রপ্তানি শুল্ক ব্যবসাযের কোন ধরনের ব্যয়?

  1. প্রত্যক্ষ পরিচালন ব্যয়
  2. পরোক্ষ পরিচালন ব্যয়
  3. বিলম্বিত ব্যয়
  4. মূলধনায়িত ব্যয়

136. প্রারম্ভিক মূলধন হচ্ছে –

  1. প্রারম্ভিক দায়ের তুলনায় প্রারম্ভিক সম্পদের আধিক্য
  2. প্রারম্ভিক সম্পদের তুলনায় প্রারম্ভিক দায়ের আধিক্য
  3. প্রারম্ভিক খরচের তুলনায় প্রারম্ভিক দায়ের আধিক্য
  4. প্রারম্ভিক মালিকানাস্বত্বের তুলনায় প্রারম্ভিক সম্পদের আধিক্য

137. রানা ট্রেডার্সের মোট বহিঃদায় ৬০,০০০ টাকা এবং মূলধন ও বহিঃদায়ের অনুপাত ৪:১। রানা ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত?

  1. ৬০০০০ টাকা
  2. ১২০০০০ টাকা
  3. ২৪০০০০ টাকা
  4. ৩০০০০০ টাকা

138. ১-১-২০১২ তারিখে যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা। ১-৭-২০১২ তারিখে ২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হলো। অবচয়ের হার ১০%। বৈষয়িক বিবরণীতে যন্ত্রপাতির সমাপনী উদ্বৃত্ত বাবদ কত টাকা প্রদর্শিত হবে?

  1. ১৬১০০ টাকা
  2. ১৮০০ টাকা
  3. ১৫০০০ টাকা
  4. ১৭৮০০ টাকা

139. একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের লেনদেনের হিসাব রাখা হয়?

  1. ব্যক্তিবাচক
  2. সম্পত্তিবাচক
  3. আয় ও ব্যয়বাচক
  4. ব্যক্তি ও সম্পত্তিবাচক

140. এক তরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব রাকা হয় না?

  1. ব্যক্তিবাচক হিসাব
  2. সম্পত্তিবাচক হিসাব
  3. আয় ও খরচ হিসাব
  4. মূলধনজাতীয় হিসাব

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline