এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14
131. অগ্রিম বিমা প্রিমিয়াম ব্যবসায়ের কী হিসেবে বিবেচিত হয়?
- লাভ
- দায়
- আয়
- সম্পদ
132. আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপিত তিন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাবলি হচ্ছে –
- আয় দায় ও সম্পত্তি
- সম্পত্তি দায় ও মালিকানাস্বত্ব
- আয় ব্যয় ও মূলধন
- আয় ব্যয় ও দায়
133. পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানে মূল পরিচালন আর্ন কোনটি?
- প্রাপ্ত কমিশন
- বাড়ি ভাড়া আয়
- পণ্য বিক্রয়
- প্রাপ্ত বাট্টা
134. আর্থিক বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী?
- আন্তর্জাতিক হিসাব মান – ০১ (1AS-01)
- আন্তর্জাতিক হিসাব মান – ০২ (1AS-02)
- আন্তর্জাতিক হিসাব মান – ০৩ (1AS-03)
- আন্তর্জাতিক হিসাব মান – ০৪ (1AS-04)
135. রপ্তানি শুল্ক ব্যবসাযের কোন ধরনের ব্যয়?
- প্রত্যক্ষ পরিচালন ব্যয়
- পরোক্ষ পরিচালন ব্যয়
- বিলম্বিত ব্যয়
- মূলধনায়িত ব্যয়
136. প্রারম্ভিক মূলধন হচ্ছে –
- প্রারম্ভিক দায়ের তুলনায় প্রারম্ভিক সম্পদের আধিক্য
- প্রারম্ভিক সম্পদের তুলনায় প্রারম্ভিক দায়ের আধিক্য
- প্রারম্ভিক খরচের তুলনায় প্রারম্ভিক দায়ের আধিক্য
- প্রারম্ভিক মালিকানাস্বত্বের তুলনায় প্রারম্ভিক সম্পদের আধিক্য
137. রানা ট্রেডার্সের মোট বহিঃদায় ৬০,০০০ টাকা এবং মূলধন ও বহিঃদায়ের অনুপাত ৪:১। রানা ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত?
- ৬০০০০ টাকা
- ১২০০০০ টাকা
- ২৪০০০০ টাকা
- ৩০০০০০ টাকা
138. ১-১-২০১২ তারিখে যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা। ১-৭-২০১২ তারিখে ২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হলো। অবচয়ের হার ১০%। বৈষয়িক বিবরণীতে যন্ত্রপাতির সমাপনী উদ্বৃত্ত বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
- ১৬১০০ টাকা
- ১৮০০ টাকা
- ১৫০০০ টাকা
- ১৭৮০০ টাকা
139. একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের লেনদেনের হিসাব রাখা হয়?
- ব্যক্তিবাচক
- সম্পত্তিবাচক
- আয় ও ব্যয়বাচক
- ব্যক্তি ও সম্পত্তিবাচক
140. এক তরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব রাকা হয় না?
- ব্যক্তিবাচক হিসাব
- সম্পত্তিবাচক হিসাব
- আয় ও খরচ হিসাব
- মূলধনজাতীয় হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।