এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 12
111. বিশদ আর্ন বিবরণী প্রস্তুত করা হয় –
- বছরের শেষ তারিখের জন্য
- হিসাবকালের শেষ তারিখের জন্য
- একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য
- যেকোনো সময়ের জন্য
112. কোনগুলো স্বল্পমেয়াদি দায়?
- বন্ধকী ঋণ প্রদেয় বিল ঋণপত্র
- বকেয়া খরচ প্রদেয় হিসাব মূলধন
- প্রদেয় হিসাব প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত
- অগ্রিম প্রাপ্ত ক্রয়সমূহ প্রাপ্য বিল প্রদেয় হিসাব
113. সম্পদের মূল প্রকারভেদ হলো-
- স্থায়ী
- চলতি
- অস্পর্শনীয়
A,B
114. আর্থিক বিবরণীর তথ্য থেকে নিচের কোনটি করা হয়?
- ব্যবসায়ের বিশ্লেষণ
- সংগঠন বিশ্লেষণ
- আর্থিক বিশ্লেষণ
- হিসাব বিশ্লেষণ
115. ২০১৩ সালের ৩০ শে জুন তারিখে মি. নোমানের ব্যবসায়ে ১৫,০০০ টাকা লাভ হলেও তিনি উক্ত তারিখের আগেই ১৭,০০০ টাকা উত্তোলন করেন। মি. নোমানের লাভের অতিরিক্ত উত্তোলনের ফলে-
- ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম ব্যাহত হবে
- মূলধন বৃদ্ধি পাবে
- মূলধন হ্রাস পাবে
A,C
116. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যেটি ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে-
- মি. ফারুকের আর্ন হ্রাস পাবে ৩২০০ টাকা
- আয় হ্রাস পাবে ৮২০০ টাকা
- হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে
A,C
117. ব্যবসায়ে সাধারণ সঞ্চিতি রাখার ফলে-
- নিট লাভ কমে যাবে
- আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে
- সম্পত্তির কোন হ্রাস-বৃদ্ধি ঘটবে না
B,C
118. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় �-
- আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য
- আর্থিক অবস্থা নিরূপণের জন্য
- আয়-ব্যয় নিরূপণের জন্য
A,B
119. আর্থিক অবস্থার বিবরণী –
- সম্পত্তি ও দায়ের একটি বিবরণী
- আয় ও ব্যয়ের একটি বিবরণী
- মালিকানাস্বত্বের একটি বিবরণী
- সম্পদ ও দায়ের পার্থক্যের বিবরণী
120. জনাব হক সাহেবের রেওয়ামিলে দেয়া আছে বিজ্ঞাপন ৪০,০০০ টাকা এবং নিচে বলা হয়েছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ ৫,০০০ টাকা সমন্বয় সাধনপূর্বক বিজ্ঞাপনের ১/৫ অংশ অবলোপন করতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপন হিসাবে কত টাকা দেখাতে হবে?
- ৪৫০০০ টাকা
- ৪০০০০ টাকা
- ৩৬০০০ টাকা
- ৩২০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।