এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 79
781. ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোন পদ্ধতিতে?
- সরল রৈখিক
- ক্রমহ্রাসমান
- উৎপাদন একক
- বার্ষিক বৃত্তি
782. ‘পুঞ্জিভূত হিসাব’ কী ধরনের হিসাব?
- সম্পত্তি হিসাব
- বিপরীত সম্পত্তি হিসাব
- দায় হিসাব
- মালিকানা স্বত্ব হিসাব
783. একটি সম্পত্তির মোট ক্রয়মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কী বলা হয়?
- বই মূল্য
- বাজার মূল্য
- প্রকৃত মূল্য
- অবসায়ন মূল্য
784. অবয়চ হচ্ছে –
- নগদী মূলধন জাতীয় খরচ
- অনগদী মূলধন জাতীয় খরচ
- নগদী মুনাফা জাতীয় খরচ
- অনগদী মুনাফা জাতীয় খরচ
785. নিচের কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য নয়?
- সঠিক লাভ-ক্ষতি নির্ধারণ
- সম্পত্তির প্রতিস্থাপন
- সম্পত্তির মূল্যায়ন
- মূলধনের সুদ নির্ণয়
786. প্রাকৃতিক সম্পদের মোট মূল্য নির্ণয়ে অন্তর্ভূক্ত-
- অর্জন ব্যয়
- অনুসন্ধান ব্যয়
- উন্নয়ন ও পুনঃনির্মাণ ব্যয়
A,B,C
787. হিসাববিজ্ঞানের অবচয় কী?
- ব্যয় বন্টন প্রক্রিয়া
- মূল্যায়ন প্রক্রিয়া
- অবলোপন প্রক্রিয়া
- ক্ষতি মূল্যায়ন প্রক্রিয়া
788. অবচয়ের অভ্যন্তরিণ কারণ কোনটি?
- ব্যবহারজনিত ক্ষয়-ক্ষতি
- ব্যবহারহীনতা
- নিঃশেষকরণ
- অপ্রচলন
789. কোন স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করতে হয় না?
- কলকব্জা
- দালানকোটা
- আসবাবপত্র
- ভূমি
790. নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়?
- অ-নগদ লেনদেন
- আনুমানিক ব্যয়
- কালের বিবর্তন
- অদৃশ্যমান লেনদেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।