এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 78

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 78

771. অবচয় সম্পর্কে উক্তি হলো-

  1. অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়
  2. অবচয় একটি অনগদ লেনদেন
  3. অবচয় ধার্য করলে হিসাবের গরমিল হয়

772. সাধারণত আসবাবপত্র, কলকব্জা এবং দালানকোঠা অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী?

  1. ক্রমহ্রাসমান জের পদ্ধতি
  2. সরলরৈখিক পদ্ধতি
  3. উৎপাদন পদ্ধতি
  4. বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি

773. ভূমির উপর সাধারণত অবচয় ধরা হয় না। কারণ –

  1. ভূমির আয়ুষ্কাল নির্ধারণ করা যায় না
  2. ভূমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে
  3. ভূমির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ কঠিন

774. মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?

  1. যান্ত্রিক ঘন্টা হার
  2. উৎপাদন একক
  3. মাইল হার
  4. প্রতিস্থাপন ব্যয়

775. অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া কয়টি?

  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি

776. একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?

  1. ৫০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ১০০০০ টাকা
  4. ২০০০০ টাকা

777. পূঞ্জিভূত অবচিতির উদাহরণ কোনটি?

  1. একটি প্রতি হিসাবের
  2. একটি ব্যয়ের
  3. একটি লিখিত আয়ের
  4. একটি আয়ের

778. অবচয় হলো একটি –

  1. অনগদ লেনদেন
  2. অদৃশ্যমান লেনদেন
  3. অভ্যন্তরীণ লেনদেন

779. স্থায়ী সম্পত্তির অবচয় সম্পত্তির জীবনকালে ১ম বছরের তুলনায় ২য় বছর থেকে কম হয় –

  1. সরলরৈখিক পদ্ধতিতে
  2. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে
  3. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে

780. অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হলো –

  1. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির সুষ্ঠু বাজার মূল্য দেখানো
  2. সম্পত্তির অপব্যবহার বন্ধ করা
  3. সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তির ব্যবহার সময়কালের উপর বন্টন
  4. সম্পত্তির মূল্যহ্রাস লিপিবদ্ধ করা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline