এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 78
771. অবচয় সম্পর্কে উক্তি হলো-
- অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়
- অবচয় একটি অনগদ লেনদেন
- অবচয় ধার্য করলে হিসাবের গরমিল হয়
A,B
772. সাধারণত আসবাবপত্র, কলকব্জা এবং দালানকোঠা অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী?
- ক্রমহ্রাসমান জের পদ্ধতি
- সরলরৈখিক পদ্ধতি
- উৎপাদন পদ্ধতি
- বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি
773. ভূমির উপর সাধারণত অবচয় ধরা হয় না। কারণ –
- ভূমির আয়ুষ্কাল নির্ধারণ করা যায় না
- ভূমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে
- ভূমির ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ কঠিন
A,B,C
774. মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?
- যান্ত্রিক ঘন্টা হার
- উৎপাদন একক
- মাইল হার
- প্রতিস্থাপন ব্যয়
775. অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
776. একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?
- ৫০০০ টাকা
- ৮০০০ টাকা
- ১০০০০ টাকা
- ২০০০০ টাকা
777. পূঞ্জিভূত অবচিতির উদাহরণ কোনটি?
- একটি প্রতি হিসাবের
- একটি ব্যয়ের
- একটি লিখিত আয়ের
- একটি আয়ের
778. অবচয় হলো একটি –
- অনগদ লেনদেন
- অদৃশ্যমান লেনদেন
- অভ্যন্তরীণ লেনদেন
A,B,C
779. স্থায়ী সম্পত্তির অবচয় সম্পত্তির জীবনকালে ১ম বছরের তুলনায় ২য় বছর থেকে কম হয় –
- সরলরৈখিক পদ্ধতিতে
- ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে
- বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে
B,C
780. অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হলো –
- আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির সুষ্ঠু বাজার মূল্য দেখানো
- সম্পত্তির অপব্যবহার বন্ধ করা
- সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তির ব্যবহার সময়কালের উপর বন্টন
- সম্পত্তির মূল্যহ্রাস লিপিবদ্ধ করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।