এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 77
761. অবচয়ের অভ্যন্তরীণ কারণ হলো –
- ব্যবহারজনিত ক্ষয়
- সময় অতিবাহিত ক্ষয়
- নিঃশেষকরণ
A,B,C
762. কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না?
- আসবাবপত্র
- ইজারা
- কলকব্জা
- হাতে নগদ
763. অবচয় প্রক্রিয়া জড়িত –
- মূল্যায়নের সাথে
- ব্যয় বন্টনের সাথে
- নগদ জমা করার সাথে
- মূল্য নিরূপণের সাথে
764. ক্রয়হ্রাসমান জের এমন একটি পদ্ধতি, যেখানে-
- প্রতিবছর অবচয়ের পরিমাণ হাস পায়
- অবচয়ের পরিমাণ এবং অবচয়ের হার হ্রাস পায়
- অবচয়ের হার নির্দিষ্ট থাকে
A,C
765. অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে?
- ম্যাচিং নীতি
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- আয় স্বীকৃতি নতি
- পূর্ণ প্রকাশ নীতি
766. একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা য কত বছর আগে?
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
- ১০ বছর
767. কোনো সম্পত্তির ক্রয়মূল্য এবং অবচয় সঞ্চিতির পার্থক্য কি নির্দেশ করে?
- বার্ষিক অবচয়
- বিক্রয় মূল্য
- পুস্তক মূল্য
- ভগ্নাবশেষ মূল্য
768. কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নিরূপণ করা হয় না?
- সরল রৈখিক
- ক্রমহ্রাসমান
- উৎপাদন একক
- বার্ষিক বৃত্তি
769. কোনটি অবচয়ের অভ্যন্তরীণ কারণ?
- অপ্রচলন
- প্রয়োজনাতিরিক্ত
- দুর্ঘটনাজনিত ক্ষতি
- কালের বিবর্তন
770. কোনটি অবচয়ের বাহ্যিক কারণ?
- অপ্রচলন
- কালের বিবর্তন
- সম্ভোগ
- ব্যবহারজনিত ক্ষতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 77"