এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 76
751. কোন পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়?
- সরলরৈখিক পদ্ধতি
- ক্রমহ্রাসমান জের পদ্ধতি
- বই সংখ্যার সমষ্টি পদ্ধতি
- উৎপাদন পদ্ধতি
752. সাধারণত আসবাবপত্র, কলকব্জা এবং দালানকোঠা অবচয় ধার্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযোগী?
- ক্রমহ্রাসমান জের পদ্ধতি
- সরলরৈখিক পদ্ধতি
- উৎপাদন পদ্ধতি
- বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি
753. প্রাকৃতিক সম্পদের মোট মূল্য নির্ণয়ে অন্তর্ভূক্ত-
- অর্জন ব্যয়
- অনুসন্ধান ব্যয়
- উন্নয়ন ও পুনঃনির্মাণ ব্যয়
A,B,C
754. যদি প্রতিষ্ঠান ৩য় বছরে সরলরৈখিক পদ্ধতির পরিবর্তে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে তাহলে –
- অবচয় খরচ বৃদ্ধি পাবে
- নীট আর্ন বৃদ্ধি পাবে
- পুঞ্জিভূত অবচয় বৃদ্ধি পাবে
- দায় বৃদ্ধি পাবে
755. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, অবচয় ধার্য করা হয় সম্পদের কোন মূল্যের ওপর?
- সম্পদের পুস্তক মূল্যের ওপর
- সম্পদের ক্রয় মূল্যের ওপর
- সম্পদের ভগ্নাবশেষ মূল্যের ওপর
- সম্পদের প্রতিস্থাপন মূল্যের ওপর
756. আর্থিক বিবরনীতে অবচয় দেখানো হয় –
- বিশদ আর্ন বিবরণীতে পরিচালন খরচ হিসাবে
- আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট সম্পত্তি হতে পুঞ্জিভূত অবচয় নামে বাদ
- পুঞ্জিভূত অবচয় নামে আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে
A,B
757. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে ‘স্থায়ী সম্পদ’ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করা হয়?
- চলমান ধারণার নীতি
- রক্ষণশীলতার নীতি
- ক্রয়-বিক্রয় নীতি
- ঐতিহাসিক মূল্যনীতি
758. সম্পত্তির মোট ক্রয় মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য কী নির্দেশ করে?
- নিট মূল্য
- প্রকৃতি মূল্য
- অবচয়যোগ্য মূল্য
- আদায়যোগ্য মূল্য
759. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলায় কোন পদ্ধতি জনপ্রিয়?
- যান্ত্রিক ঘন্টা হার পদ্ধতি
- অবচয় ভান্ডার পদ্ধতি
- প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি
- পুনঃর্মূল্যায়ন পদ্ধতি
760. অবচয় নিচের কোনটির ব্যয় বন্টন প্রক্রিয়া?
- স্থায়ী সম্পত্তির
- চলতি সম্পত্তির
- যাবতীয় সম্পত্তির
- আয় ও দায়ের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।