এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 75
741. অবচয় হলো একটি প্রক্রিয়া –
- মূল্যায়নের
- নগদ একত্রিতকরণ
- ব্যয় বন্টনের
- মূল্য নির্ধারণ
742. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, অবচয় ধার্য করা হয় সম্পদের কোন মূল্যের ওপর?
- সম্পদের পুস্তক মূল্যের ওপর
- সম্পদের ক্রয় মূল্যের ওপর
- সম্পদের ভগ্নাবশেষ মূল্যের ওপর
- সম্পদের প্রতিস্থাপন মূল্যের ওপর
743. ‘পুঞ্জিভূত হিসাব’ কী ধরনের হিসাব?
- সম্পত্তি হিসাব
- বিপরীত সম্পত্তি হিসাব
- দায় হিসাব
- মালিকানা স্বত্ব হিসাব
744. অবচয় ধার্যের ফলে –
- সম্পত্তি ও মালিকানাস্বত্ব হ্রাস পায়
- সম্পত্তি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
- সম্পত্তি হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
745. কোনটি অবচয়ের বাহ্যিক কারণ?
- অপ্রচলন
- কালের বিবর্তন
- সম্ভোগ
- ব্যবহারজনিত ক্ষতি
746. পুঞ্জিভূত অবচিতির উদাহরণ হলো –
- একটি প্রতি হিসাবের
- একটি হিসাবের
- একটি সম হিসাবের
- একটি অসম হিসাবের
747. কোনো সম্পত্তির ক্রয়মূল্য এবং অবচয় সঞ্চিতির পার্থক্য কি নির্দেশ করে?
- বার্ষিক অবচয়
- বিক্রয় মূল্য
- পুস্তক মূল্য
- ভগ্নাবশেষ মূল্য
748. অবচয় সম্পর্কে উক্তি হলো-
- অবচয় একটি মুনাফা জাতীয় ব্যয়
- অবচয় একটি অনগদ লেনদেন
- অবচয় ধার্য করলে হিসাবের গরমিল হয়
A,B
749. স্থায়ী সম্পত্তির অবচয় সম্পত্তির জীবনকালে ১ম বছরের তুলনায় ২য় বছর থেকে কম হয় –
- সরলরৈখিক পদ্ধতিতে
- ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে
- বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে
B,C
750. কোনো প্রতিষ্ঠানের একটি যন্ত্রের স্থিরকিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার ৬ বছর পর ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়। যন্ত্রটির জীবনকাল ৬ বছর এবং বাৎসরিক অবচয় ১০,০০০ টাকা। যন্ত্রটির মূল্য কত?
- ৫০০০০ টাকা
- ৪০০০০ টাকা
- ৫৫০০০ টাকা
- ৭০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 75"