এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 74
731. পুঞ্জিভূত অবচিতি হিসাব একটি –
- সম্পদ
- দায়
- প্রতি সম্পদ
732. নিচের কোনটি সঠিক নয়?
- অবচয় নির্ধারণের জন্য বাস্তবে বিভিন্ন পদ্ধতি রয়েছে
- সকল পদ্ধতি একই ব্যবসায়ে ব্যবহৃত হয়
- বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী অবচয় নির্ধারণের পদ্ধতি ঠিক করে
- একটি প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারে
733. অবচয়ের অভ্যন্তরীণ কারণ হলো –
- ব্যবহারজনিত ক্ষয়
- সময় অতিবাহিত ক্ষয়
- নিঃশেষকরণ
A,B,C
734. অদৃশ্য সম্পদ অবলোপনের সঠিক জাবেদা দাখিলা কোনটি?
- অবলোপন খরচ হিসাব ডেবিট অবলোপন হিসাব ক্রেডিট
- পুঞ্জিভূত অবলোপন হিসাব ডেবিট অবলোপন খরচ হিসাব ক্রেডিট
- অবলোপন খরচ হিসাব ডেবিট বিশদ আর্ন বিবরণী ক্রেডিট
- অবলোপন খরচ হিসাব ডেবিট পুঞ্জিভূত অবলোপন হিসাব ক্রেডিট
735. কোন ধরনের সম্পদ সরাসরি ভোগ করা যায় না?
- দৃশ্যমান সম্পদ
- অদৃশ্যমান সম্পদ
- প্রাকৃতিক সম্পদ
- অলীক সম্পদ
736. অবচয় নিচের কোনটির ব্যয় বন্টন প্রক্রিয়া?
- স্থায়ী সম্পত্তির
- চলতি সম্পত্তির
- যাবতীয় সম্পত্তির
- আয় ও দায়ের
737. একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা য কত বছর আগে?
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
- ১০ বছর
738. অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
739. নিচের কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য নয়?
- সঠিক লাভ-ক্ষতি নির্ধারণ
- সম্পত্তির প্রতিস্থাপন
- সম্পত্তির মূল্যায়ন
- মূলধনের সুদ নির্ণয়
740. একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ মনে করছেন যে, চলতি বছর স্থায়ী সম্পদের অবচয় ধরা হয়েছে ১০,০০০ টাকা কম। এর কী প্রভাব পড়বে?
- মুনাফা বেড়ে গেল ১০০০০ টাকা
- মুনাফা কমে গেল ১০০০০ টাকা
- মুনাফা পরিমাণ স্তিতিশীল থাকবে
- নগদ টাকা বেড়ে গেল ১০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 74"