এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 74

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 74

731. পুঞ্জিভূত অবচিতি হিসাব একটি –

  1. সম্পদ
  2. দায়
  3. প্রতি সম্পদ

732. নিচের কোনটি সঠিক নয়?

  1. অবচয় নির্ধারণের জন্য বাস্তবে বিভিন্ন পদ্ধতি রয়েছে
  2. সকল পদ্ধতি একই ব্যবসায়ে ব্যবহৃত হয়
  3. বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী অবচয় নির্ধারণের পদ্ধতি ঠিক করে
  4. একটি প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারে

733. অবচয়ের অভ্যন্তরীণ কারণ হলো –

  1. ব্যবহারজনিত ক্ষয়
  2. সময় অতিবাহিত ক্ষয়
  3. নিঃশেষকরণ

734. অদৃশ্য সম্পদ অবলোপনের সঠিক জাবেদা দাখিলা কোনটি?

  1. অবলোপন খরচ হিসাব ডেবিট অবলোপন হিসাব ক্রেডিট
  2. পুঞ্জিভূত অবলোপন হিসাব ডেবিট অবলোপন খরচ হিসাব ক্রেডিট
  3. অবলোপন খরচ হিসাব ডেবিট বিশদ আর্ন বিবরণী ক্রেডিট
  4. অবলোপন খরচ হিসাব ডেবিট পুঞ্জিভূত অবলোপন হিসাব ক্রেডিট

735. কোন ধরনের সম্পদ সরাসরি ভোগ করা যায় না?

  1. দৃশ্যমান সম্পদ
  2. অদৃশ্যমান সম্পদ
  3. প্রাকৃতিক সম্পদ
  4. অলীক সম্পদ

736. অবচয় নিচের কোনটির ব্যয় বন্টন প্রক্রিয়া?

  1. স্থায়ী সম্পত্তির
  2. চলতি সম্পত্তির
  3. যাবতীয় সম্পত্তির
  4. আয় ও দায়ের

737. একটি দালানের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা। অবচয়ের হার ১৫% হলে এবং কর্তনকৃত অবচয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা হলে দালানটি ক্রয় করা য কত বছর আগে?

  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ১০ বছর

738. অবচয় হিসাবভুক্তকরণ প্রক্রিয়া কয়টি?

  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি

739. নিচের কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য নয়?

  1. সঠিক লাভ-ক্ষতি নির্ধারণ
  2. সম্পত্তির প্রতিস্থাপন
  3. সম্পত্তির মূল্যায়ন
  4. মূলধনের সুদ নির্ণয়

740. একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ মনে করছেন যে, চলতি বছর স্থায়ী সম্পদের অবচয় ধরা হয়েছে ১০,০০০ টাকা কম। এর কী প্রভাব পড়বে?

  1. মুনাফা বেড়ে গেল ১০০০০ টাকা
  2. মুনাফা কমে গেল ১০০০০ টাকা
  3. মুনাফা পরিমাণ স্তিতিশীল থাকবে
  4. নগদ টাকা বেড়ে গেল ১০০০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline