এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 72
711. একটি সম্পত্তির ক্রয়মূল্য ৫০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?
- ৫০০০ টাকা
- ৮০০০ টাকা
- ১০০০০ টাকা
- ২০০০০ টাকা
712. অবচয় হিসাবভুক্ত করার জন্য সঠিক জাবেদা দাখিলা হবে –
- পুঞ্জিভূত অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট
- সম্পদ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট
- অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট
- অবচয় হিসাব ডেবিট বিশদ আর্ন বিবরণী ক্রেডিট
713. অবচয়ের অভ্যন্তরিণ কারণ কোনটি?
- ব্যবহারজনিত ক্ষয়-ক্ষতি
- ব্যবহারহীনতা
- নিঃশেষকরণ
- অপ্রচলন
714. সম্পত্তির মোট ক্রয় মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য কী নির্দেশ করে?
- নিট মূল্য
- প্রকৃতি মূল্য
- অবচয়যোগ্য মূল্য
- আদায়যোগ্য মূল্য
715. অবচয় ধার্যের ফলে –
- সম্পদ ও মালিকানাস্বত্ব হ্রাস পায়
- সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
- সম্পদ হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
716. মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?
- যান্ত্রিক ঘন্টা হার
- উৎপাদন একক
- মাইল হার
- প্রতিস্থাপন ব্যয়
717. নিচের কোন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য থাকে না?
- যন্ত্রপাতি
- সরঞ্জাম
- ট্রেডমার্ক
- আসবাবপত্র
718. অবচয় এক প্রকার –
- ব্যয়
- আয়
- সম্পদ
- দায়
719. কোনটি স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে সম্পর্কিত হলেও মূলধনায়ন করা অযৌক্তিক?
- মেশিনারির ক্রয়মূল্য
- মেশিনারি আনয়নে ভাড়া ও বিমা খরচ
- মেশিনারির মূলধনের উপর প্রদত্ত ১০% হারে ভ্যাট
- মেশিনারির নিঃশেষ মূল্য
720. নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়?
- অ-নগদ লেনদেন
- আনুমানিক ব্যয়
- কালের বিবর্তন
- অদৃশ্যমান লেনদেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।