এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 71
701. সমন্বয় দাখিলার প্রয়োজন হয় –
- সঠিক আর্থিক ফলাফর নির্ণয়ের জন্য
- সঠিক আর্থিক অবস্থা নিরূপণের জন্য
- খতিয়ানের হিসাবের সঠিক উদ্বৃত্ত নির্ণয়ের জন্য
A,B,C
702. প্রদেয় খরচের জন্য সমন্বয় দাখিলায় কোনটি প্রভাবিত হবে?
- সম্পদ ও আয়
- খরচ ও দায়
- আয় ও দায়
- শুধুমাত্র দায়
703. সোব আর্ন হিসাবের উদ্বৃত্ত ৪,০০০ টাকার জন্য সমাপনী দাখিলা কোনটি হবে?
- সেবা আর্ন ডেবিট নগদ ক্রেডিট
- সেবা আর্ন ডেবিট আর্ন সারাংশ ক্রেডিট
- আয় সারাংশ ডেবিট সেবা আর্ন ক্রেডিট
- প্রাপ্য সেবা আর্ন ডেবিট সেবা আর্ন ক্রেডিট
704. সমন্বয়ের হিসাবসমূহ পরবর্তীতে শনাক্ত করার লক্ষ্যে কোনটি ব্যবহার করা হয়?
- হিমাব শিরোনাম
- ব্যাখ্যা
- ক্রমিক নং
- তারিখ
705. কোন হিসাবটি সমাপনী দাখিলার পর শূন্য ব্যালেন্স প্রদর্শন করে?
- সেবা আয়
- বিজ্ঞাপন পণ্য
- অগ্রিম বীমা
- পুঞ্জীভূত অবচয়
706. অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে কোন পদ্ধতিকে বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয়?
- সরলরৈখিক পদ্ধতি
- ক্রমহ্রাসমান পদ্ধতি
- বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি
- খ ও গ উভয়ই
707. সম্পত্তির মোট ক্রয়মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের পার্থক্য কী নির্দেশ করে?
- নিট মূল্য
- প্রকৃত মূল্য
- অবচয়যোগ্য মূল্য
- আদায়যোগ্য মূল্য
708. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলায় কোন পদ্ধতি জনপ্রিয়?
- যান্ত্রিক ঘন্টা হার পদ্ধতি
- অবচয় ভান্ডার পদ্ধতি
- প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি
- পুনঃর্মূল্যায়ন পদ্ধতি
709. কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না?
- আসবাবপত্র
- ইজারা
- কলকব্জা
- হাতে নগদ
710. অবচয়কে হিসাবকালের ব্যয় হিসাবে গণ্য করা হয় কোন নীতি অনুসারে?
- ম্যাচিং নীতি
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- আয় স্বীকৃতি নতি
- পূর্ণ প্রকাশ নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 71"