হিসাববিজ্ঞান | এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র- কুইজ মডেল টেস্ট অনুশীলন – 70
691. হিসাববিজ্ঞানের যাবতীয় হিসাব কোন ভিত্তিতে সংরক্ষণ করা হয়?
- নগদ ভিত্তি
- বকেয়া ভিত্তি
- মিশ্র ভিত্তি
- আয়-ব্যয় ভিত্তি
692. মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন –
- মূলধন জাতীয় আয়
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফা জাতীয় আয়
693. কার্যপত্র প্রস্তুত করতে সর্বপ্রথম কোনটি লিখতে হয়?
- হিসাবরক্ষণের নাম
- প্রতিটি ঘরের শিরোনাম
- প্রস্তুতের তারিখ
- প্রতিষ্ঠানের নাম
694. বিপরীত দাখিলার জন্য প্রযোজ্য-
- আসবাবপত্রের অবচয়
- প্রাপ্য সেবা আয়
- প্রদেয় বেতন
B,C
695. কোনটি বকেয়াভিত্তিক লেনদেনের অন্তর্ভুক্ত হবে?
- রহিমের কাছ থেকে ১০০০ টাকার চেক পাওয়া গেল
- নগদ বিক্রয় ৩০০০ টাকা
- ধারে ক্রয় ৪০০০ টাকা
- বেতন প্রদান করা হল ১৫০০ টাকা
696. Revers1ng Entry বা বিপরীত দাখিলা দেওয়া হয়-
- হিসাবকালের শুরুতে
- হিসাবকালের সর্বশেষ ধাপে
- নামিক হিসাবের সমন্বয় জাবেদার ভিত্তিতে
A,B,C
697. একটি পুরনো মেশিন মেরামত ব্যয় –
- মূলধন জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- মূলত নিট ব্যয়
- মুনাফা জাতীয় ব্যয়
698. সমাপনী দাখিলার উদ্দেশ্য কী?
- সকল হিসাব সমাপ্ত করা
- ব্যক্তিবাচক হিসাব সমাপ্ত করা
- সম্পত্তিবাচক হিসাব সমাপ্ত করা
- নামিক হিসাব সমাপ্ত করা
699. সমাপনী দাখিলার প্রয়োজন হয় –
- ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য
- আয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য
- উত্তোলন হিসাব বন্ধ করার জন্য
A,B,C
700. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাব বছরে শেষ হয়ে যায় তাকে বলে –
- মূলধনজাতীয় খরচ
- মুনাফাজাতীয় খরচ
- বিলম্বিত আয়
- মোট ব্যয়
হিসাববিজ্ঞান | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।