এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11
101. মালিক ব্যক্গিত ব্যবহারের জন্য ৪০,০০০ টাকার পণ্য ব্যবসায় থেকে নিয়েছেন’ এটি কী হিসেবে বিবেচিত হবে?
- দায়
- উত্তোলন
- আয়
- ব্যয়
102. মালিকানাস্বত্ব বিবরণীর সূত্র কোনটি?
- মূলধন + নিট লাভ + উত্তোলন – অতিরিক্ত মূলধন + আয়কর
- মূলধন + অতিরিক্ত মূলধন + নিট লাভ – (উত্তোলন + আয়কর)
- মূলধন – অতিরিক্ত মূলধন + নিট লাভ – (উত্তোলন – আয়কর)
- মূলধন + অতিরিক্ত মূলধন + নিট লাভ + (উত্তোলন + আয়কর)
103. আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরই কোনটি দেখানো হয়?
- সম্পত্তিসমূহ
- ব্যয়সমূহ
- মালিকানাস্বত্বের সমাপনী উদ্বৃত্ত
- দায়ের উদ্বৃত্ত
104. ‘বন্ধকি ঋণ’ কারবারের কোন ধরনের দায়?
- চলতি দায়
- দীর্ঘমেয়াদি দায়
- স্বল্পমেয়াদি দায়
- মধ্যমেয়াদি দায়
105. ব্যবসায়ের নিট আয়বা লাভ জানা যায় কোন বিবরণী প্রস্তুতের মাধ্যমে?
- খতিয়ান হিসাব
- রেওয়ামিল
- বিশদ আর্ন বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
106. অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী?
- রক্ষণশীলতার নীতি
- চলমান ব্যবসা নীতি
- আয়-ব্যয় মিলকরণ নীতি
- ব্যয় নীতি
107. কোনটি চলতি সম্পত্তি?
- অগ্রিম বেতন
- অগ্রিম শিক্ষানবিশ সেলামি
- বকেয়া শিক্ষানবিশ ভাতা
- বকেয়া ভাড়া
108. বিক্রয়মূল্য থেকে বিক্রীত পণ্যে ব্যয় বেশি হলে কী হয়?
- মোট লাভ
- মোট ক্ষতি
- নিট লাভ
- নিট ক্ষতি
109. আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় স্তরে অন্তুর্ভূক্ত হয়-
- সম্পদসমূহ
- দায়সমূহ
- মূলধন
B,C
110. মালিকের জীবন বীমার প্রিমিয়াম ও ছেলের স্কুলের বেতন প্রদান কী হবে?
- উত্তোলনের সাথে যোগ
- উত্তোলন থেকে বিয়োগ
- নগদের সাথে যোগ
- মূলধনের সাথে যোগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।