এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 69
681. ব্যবসায়ী জনাব এমরান একটি ফটোকপি দোকানের মালিক। তার এ ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তি হলো –
- পুরাতন ফটোকপি মেশিন বিক্রয়জনিত প্রাপ্তি ১০০০০ টাকা
- নতুন ফটোকপি মেশিন ক্রয় ৫০০০০ টাকা
- ফটোকপি বাবদ আর্ন ২০০০ টাকা
682. কোনটি আলাদা কাগজে তৈরি করা হয়?
- জাবেদা
- খতিয়ান
- সমন্বয় জাবেদা
- কার্যপত্র
683. সাধারণ কার্যপত্র হতে পারে –
- ৮ ঘর বিশিষ্ট
- ১২ ঘর বিশিষ্ট
- ১৪ ঘর বিশিষ্ট
A,B
684. বিশদ আর্ন বিবরণীতে আয়-ব্যয়বাচক হিসাব স্তানান্তর করতে কোন দাখিলা প্রদান করা হয়?
- প্রারম্ভিক দাখিলা
- সমন্বয় দাখিলা
- বিপরীত দাখিলা
- সমাপনী দাখিলা
685. পুরাতন খবরের কাগজ বিক্রয় –
- মূলধন জাতীয় আয়
- মুনাফা জাতীয় আয়
- নিয়মিত আয়
- উপরের কোনটিই নয়
686. রেওয়ামিলে অগ্রিম প্রদত্ত খরচ থাকলে কার্যপত্রে তা কীভাবে হিসাবভুক্ত হবে?
- সমন্বয় কলামের ক্রেডিট পার্শ্বে
- বিশদ আর্ন বিবরণীতে ডেবিট পার্শ্বে
- আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পার্শ্বে
- বিশদ আর্ন বিবরণীর ক্রেডিট পার্শ্বে
687. মূলধন জাতীয় লেনদেনকে কত ভাগে ভাগ করা যায়?
- ৩ ভাগে
- ৫ ভাগে
- ৪ ভাগে
- ২ ভাগে
688. সঠিক উত্তর কোনটি?
- মি. রফিক পূর্বে গৃহীত ৪০০০০ টাকার ঋণ পরিশোধ করিল। মূলধন জাতীয় পরিশোধ ৪০০০০ টাকা
- মূলধন জাতীয় ব্যয় ৪০০০০ টাকা
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৪০০০০ টাকা
- মুনাফা জাতীয় ব্যয় ৪০০০০ টাকা
689. কার্যপত্র কী?
- হিসাব চক্রের মৌলিক ধাপ
- হিসাব চক্রের আবশ্যিক ধাপ
- হিসাব চক্রের ঐচ্ছিক ও খসড়া শীট
- রেওয়ামিলের পূর্ববর্তী ধাপ
690. মোট বিজ্ঞাপনের তিন চতুর্থাংশ বিলম্বিত করার জন্য সমন্বয় দাখিলায় বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট হবে –
- ১০০০০ টাকা
- ২৪০০০ টাকা
- ৩০০০০ টাকা
- ৪০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 69"